যে রাঁধে সে অভিনয়ও করে! নিজে হাতে চিকেন বাটার মশালা রেঁধে তাক লাগাল ‘ভুতু’ আর্শিয়া

বাংলাহান্ট ডেস্ক: ‘ভুতু’ (bhutu) কে মনে আছে নিশ্চয়ই? বাংলা সিরিয়ালের ভক্ত হলে মনে থাকাটাই স্বাভাবিক। সর্বকালের শ্রেষ্ঠ বাংলা সিরিয়ালগুলির মধ‍্যে নিঃসন্দেহে অন‍্যতম এই সিরিয়াল। ভূতকে ভয় নয়, বরং ভালবাসতে শিখিয়েছিল ভুতু। না, সে মানুষ না। ভুতু নিজেই এক ছোট্ট ভূত। কিন্তু এ সত‍্যিটা সে নিজেই জানে না। নিজেকে আর পাঁচজন মানুষের মতোই ভাবত ভুতু।

   

এই ছোট্ট মিষ্টি ভুতুর চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া মুখোপাধ‍্যায় (arshiya mukherjee)। অবশ‍্য তখন তিনি শিশুশিল্পী। বছর কয়েক আগে জি বাংলায় সম্প্রচারিত হওয়া এই সিরিয়ালের সময় আরো ছোট ছিলেন আর্শিয়া। কিন্তু ওই বয়সেই তাঁর অভিনয় দক্ষতা ছিল নজরকাড়া। মিষ্টি ভূতের চরিত্রে সবার প্রশংসা ও ভালবাসা কুড়িয়েছিলেন আর্শিয়া। সিরিয়ালটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে লকডাউনের সময় নতুন করে ফিরিয়ে আনা হয়েছিল ভুতুকে।


সকলের প্রিয় ভুতু ওরফে আর্শিয়া এখন একটু বড় হয়েছে। বি ডি এম ইন্টারন‍্যাশনাল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়েন তিনি। পড়াশোনার সঙ্গে সঙ্গে অভিনয়েও যেমন শান দিচ্ছেন, তেমনি অন‍্য প্রতিভাও ফুটে উঠছে আর্শিয়ার। সেদিনের সেই ছোট্ট ভুতু আজ ‘শেফ’। নিজে নিজেই দারুন সব পদ রান্না করতে শিখে গিয়েছেন তিনি।

আইআইএইচএম এর রিজিওনাল সেমিফাইনাল পর্বের জন‍্য বাটার নান এবং চিকেন বাটার মশালা রেঁধেছেন আর্শিয়া, তাও আবার সম্পূর্ণ নিজের হাতে। স্কুল ইউনিফর্ম পরে নিজের রান্না করা পদ দুটি সাজিয়ে গুছিয়ে নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। আর্শিয়ার ছবিতে কার্যত কমেন্টের বন‍্যা বয়ে গিয়েছে।


অভিনেতা অনিমেষ ভাদুড়ী লিখেছেন, ‘কতো বড় হয়ে গেল আমার মেয়েটা’। জানিয়ে রাখি ভুতু সিরিয়ালে তিনিই ভুতুর বাবা হয়েছিলেন। হৃদয়ের ইমোজি দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা। ভুতুর যে এত প্রতিভা তা অনেকেই জানতেন না বলেও কমেন্ট করেছেন।

https://www.instagram.com/p/CTIKZ_MB_LI/?utm_medium=copy_link

ভুতু সিরিয়ালের মাধ‍্যমেই সিরিয়াল জগতে পা রেখেছিলেন আর্শিয়া। বাংলায় সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর হিন্দিতেও রিমেক করা হয় ভুতুর। আর্শিয়া নিজে অভিনয় করেছিলেন হিন্দি সিরিয়ালটিতে। সে সময় মুম্বইতে ছিলেন তিনি।এরপর ফের জি বাংলায় রাণু পেল লটারি সিরিয়ালে ছোট্ট মা লক্ষ্মীর ভূমিকায় দেখা মেলে আর্শিয়ার। কিন্তু বলা বাহুল‍্য, ভুতুর মতো জনপ্রিয়তা আর কোনো সিরিয়ালই পায়নি। আপাতত স্টার জলসায় শ্রীকৃষ্ণ ভক্ত মীরা সিরিয়ালে মীরাবাঈ এর ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন আর্শিয়া।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর