বুথের ভিতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তিন প্রার্থী, ছড়াল তুমুল উত্তেজনা

বাংলাহান্ট ডেস্ক : পুরভোটের সকাল থেকেই একের পর এক অভিযোগে উত্তপ্ত বিধাননগর। এবার ছাপ্পা ভোটের অভিযোগে তিন পার্টির প্রার্থীর মধ্যের বচসা রূপ নিল হাতাহাতিতে। ৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল, বিজেপি এবং সিপিএম প্রার্থীর হাতাহাতিতে রণক্ষেত্র বুথ। ঘটনার জেরে সাময়িকভাবে বুথে বন্ধ হল ভোটগ্রহণও।

বিধাননগর ৩৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ ব্যাঙ্ক আবাসনে সকাল থেকে ভালো ভাবেই চলছিল ভোটগ্রহণ। কিন্তু কিছুক্ষণ পরই বুথের পথে ঢুকে পড়েন তৃণমূল -সিপিএম এবং বিজেপি প্রার্থী। তাদের তিনজনের মধ্যে বচসা ক্রমে গড়ায় ধস্তাধস্তিতে।

বিজেপি প্রার্থী প্রমিতা সাহা ঘোষ অভিযোগ এই বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা চালায় তৃণমূল। তাতে বাধা দেওয়াতেই বচসা বাঁধে তৃণমূল প্রার্থীর সঙ্গে। যদিও তৃণমূল প্রার্থীর পালটা অভিযোগ, বুথের মধ্যে ঝামেলা করছিল বিজেপি এবং সিপিএম। তিনি প্রতিবাদ করাতেই পালটা আক্রমন করে তারা।

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে বিরাট পুলিশ বাহিনী। এহেন অশান্তির জেরে ভয় পেয়ে বুথ থেকে চলে যান ভোট দাতারাও। ফলে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ।

প্রসঙ্গত, কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহনের ব্যবস্থা করা হয়েছে পুরসভা ভোটে। কিন্তু এই নিরাপত্তার বজ্র আঁটুনি সত্ত্বেও সাত সকালে ভুয়ো ভোটার এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে বিধাননগরে। অভিযোগ বুথের ভিতরে ঢুকে কেউ বা কারা ভোটারদের ১ নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করে। এই অভিযোগে দশদ্রোণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সরব হন এক ভোটার। ওই প্রাথমিক বিদ্যালয়ে ৫১ থেকে ৫৫ অবধি ৫ টি বুথ রয়েছে। অভিযোগ উঠছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানার লাগানো টোটো একেবারে ঢুকে পড়ছে বুথের সামনেই। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি প্রিসাইডিং অফিসার। তাঁকে এই অভিযোগের প্রসঙ্গে জিজ্ঞেস কর হলে ব্যাপারটি একেবারেই এড়িয়া যান তিনি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর