গ্রামবাসীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো অমৃতসর থেকে হাওড়া গামী ট্রেন

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী-লখনউ রেল (Indian Railways) রুটে শনিবার গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলো। দিল্লী-লখনউ রেল রুটে কটঘোর থানা এলাকায় রেল লাইন সরে গেছিল। গ্রামবাসীরা রেলওয়ের অফিসারদের এই কথা জানায়। এরপর ট্রেনকে আগে থেকেই থামিয়ে দেওয়া হয়।

   

ট্রেনটি অমৃতসর থেকে হাওড়া আসছিল। খবর লেখা পর্যন্ত রেল রুটের মেরামতের কাজ শুরু হয়ে গেছে। আপাতত ট্রেন সঞ্চালন বন্ধ আছে। সিনিয়ার ডিইএনসি নীরজ কুমার জানান, মুরাদাবাদ থেকে কটঘর-দলপতপুর সেকশনে ট্র্যাক বিছানোর কাজ হওয়ার কথা ছিল। আর তাঁর আগেই এই ঘটনা সামনে আসে। উনি জানান, যেই গ্রামীণরা ট্রেনকে এতবর দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর গোটা ঘটনার তদন্ত করা হবে।

খারাপ লাইন গুলোর মেরামতির জন্য হাপুড় থেকে ম্যাশিন আনা হয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত আছে। এই বিষয়ে রেলওয়ে আধিকারিকদের অ্যালার্ট জারি করা হয়েছে। আর আশেপাশে এলাকার সমস্ত রেল লাইন চেকিংয়ের কাজ জারি আছে। এই ঘটনা সকাল পাঁচটা নাগাদ ঘটেছে বলে জানা যাচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর