ট্যাক্স নিয়ে এবার নো চিন্তা! Income Tax নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভায় সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ পর্যন্ত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কৃষক ও শিক্ষার্থীদের নিয়ে অনেক বড় বড় ঘোষণা করেছেন। আয়কর নিয়ম সম্পর্কে নির্মলা সীতারামন বলেছেন যে, আয়কর নিয়মে বড় সংস্কার করা হবে। তিনি বলেন, করদাতা হালনাগাদ রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

অর্থমন্ত্রীর ঘোষণার পর এখন আপনি জরিমানা পরিশোধ করে 2 বছরের জন্য আইটি রিটার্ন আপডেট করতে পারবেন। অনেক সময় করদাতা ভুল করেন, এখন তা আপডেট করার সুযোগ দেবে সরকার। করদাতাদের জন্য এটি একটি শুভ সূচনা বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য কর ছাড়ের প্রস্তাবও উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে, অর্থমন্ত্রী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ডিজিটাল মুদ্রা চালু করার কথাও ঘোষণা করেছিলেন। তিনি বলেন, নতুন অর্থবছরে ডিজিটাল মুদ্রা আসবে। এর বাইরে আরও কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী…

  •  কেন্দ্রের সমান রাজ্য কর্মীদের জন্য NPS ছাড়।
  • স্টার্টআপগুলির জন্য কর ছাড় 31 মার্চ 2023 পর্যন্ত বাড়ানো হয়েছে৷
  • ভার্চুয়াল ডিজিটাল সম্পদ স্থানান্তরের উপর 30% কর।
  • ক্রিপ্টো উপহার দেওয়ার উপরও কর আরোপ করা হবে।
  • ক্রিপ্টো স্থানান্তরের উপর কর।
  • LTCG-তে সারচার্জ 15%-এ সীমাবদ্ধ।
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর