বিগ ব্যাস লিগে ক্রিকেটারদের চুল কাটার উপর নিষেধাজ্ঞা জারি করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে ফের দেখা দিয়েছে করোনা সংক্রমণ। দিনের পর দিন সিডনিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর সেই কারণেই বিগ ব্যাশ লিগে (Big Bash League) খেলা ক্রিকেটারদের চুল কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

যেহেতু এই মুহূর্তে ফের অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই কারণে আগেকার বেশকিছু নিয়মে পরিবর্তন এবং আরও কঠোর নিয়ম আনতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার নিয়ম গুলি কঠোর হওয়ার কারণে সিডনি থেকে মেলবোর্নে নিয়ে যাওয়া হলেও দ্বিতীয় টেস্ট ম্যাচের দলে নেওয়া হয়নি অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবটকে।

Ricky Ponting 1

সিডনির এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে করোনা সংক্রমণ বাড়লেও এই মুহূর্তে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ কোন ভাবেই বন্ধ রাখতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা বিগ ব্যাশ লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার জেরেই বেশ কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। যার মধ্যে অন্যতম বিগ ব্যাশ লিগে অংশগ্রহণ করা ক্রিকেটাররা এখন চুল কাটতে পারবেন না। এছাড়াও যদি কোন ক্রিকেটার বাইরে থেকে খাবার নিয়ে আসেন তবে দলের জার্সি পড়ে সেই খাবার আনতে যাওয়া হবেনা এবং সেটা যদি আগে থেকে অর্ডার করা থাকে তবেই সেই খাবার নেওয়া যাবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর