ভারত চীন সীমান্তে সংঘর্ষ, শহীদ সেনা অফিসার সহ ৩ ভারতীয় সেনা

বাংলাহান্ট ডেস্কঃ গাড়ওয়াল উপত্যকায় ডি-এ্যাসকেলেশন প্রক্রিয়া চলাকালীন, গতকাল রাতে ভারত (india) ও চীনের (china) সৈন্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভারতের ৩ জন সেনা এই সংঘর্ষে শহীদ হয়েছে বলে খবর।

   

প্রেস ট্রাস্ট ওফ ইন্ডিয়া (pti) জানাচ্ছে, এই তিন ভারতীয় সেনার মধ্যে একজন সেনা আধিকারিক ও ২ জন সেনা রয়েছে। পরিস্থিতির জটিলতা দূর করার জন্য দু’পক্ষের সিনিয়র সামরিক কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে বৈঠক করছেন।

চীনের সাথে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর হতাহতের খবর জিজ্ঞাসা করা সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রক বলেছেন, ভারতকে একতরফা পদক্ষেপ না নেওয়ার বা ঝামেলা জাগানো না করার আহ্বান জানানো হয়েছে। ভারতীয় সেনারাই বর্ডার টপকে ভারতীয় সেনাদের আক্রমণ করেছে বলেই দাবি করেছে বেজিং

প্রসঙ্গত, ১৯৭৫ সালের পর এই প্রথম চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষতে কোনো পক্ষের সেনা নিহত হল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন সেনা প্রধান এবং বিদেশমন্ত্রী ডঃ এস জাইশঙ্করের সাথে প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সাথে ইতিমধ্যে বৈঠকে বসেছেন বলে শেষ খবর পাওয়া গেছে।

বিস্তারিত আসছে…..

সম্পর্কিত খবর