বিগ ব্রেকিং: ২৭ নভেম্বরেই মহারাষ্ট্রে আস্থা ভোট, রায় দিল দেশের শীর্ষ আদালত

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রায় একমাসের মহারাষ্ট্রের মহানাটকের যবনিকা পতন হবে বুধবারই। অবশেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে ২৭ তারিখই মহারাষ্ট্রে আস্থা ভোট করার নির্দেশ দেওয়া হল। তবে এবার ব্যালট নয়, প্রোটেম স্পিকারকে দিয়ে লাইভ সম্প্রচারে আস্থা ভোট করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বুধবার বিকেলে সমস্ত বিধায়কদের শপথগ্রহম অনুষ্ঠানের পর আর্থাত্ বিকেল পাঁচটার পর আস্থা ভোট গ্রহণ শুরু হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে।images 1 3

শনিবার হঠাত্ই সাত সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবীশ। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেন অজিত পাওয়ার। এরপরই এনসিপি কংগ্রেস ও শিবসেনা কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শরদ পাওয়ারা। আস্থা ভোটের দাবি জানানো হয় তিন দলের তরফে। সোমবার পক্ষে ও বিপক্ষে যাবতীয় যুক্তি শোনার পর মঙ্গলবার রায় দানের সিদ্ধান্ত নেওয়া হয় বিচারপতি রামান্নার তরফে সংগঠিত তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চের তরফে।

অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ রায় দান শুরু হয়। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি রামান্না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ এবং রাজনৈতিক অচলাবস্থার রায় দিতে গিয়ে গমতন্ত্র রক্ষা করা বিশে, জরুরী বলে জানান একই সঙ্গে দেবেন্দ্র ফড়নবীশকে আস্থা ভোট করার নির্দেস দেন। পাশাপাশি কখনই বিধায়ক কেনা বেচা উচিত নয় বলে জানান তিনি।

উল্লেখ্য, অক্টোবরে নির্বাচন হওযার পর থেকে যেভাবে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ঘিরে অতিনাটকীয়তা সুরু হয়েছে তাতে বিভিন্ন সময় রাজনৈতিক দলের মত বদল হচ্ছে। একইসঙ্গে প্রেক্ষাপট বদল হচ্ছে। যার জেরে কার্যত রাজনৈতিক বেহাল দশা অব্যাহত। তবে শে, হাসি হাসবে কে তা বলবে বুধবারের আস্থা ভোট।

সম্পর্কিত খবর