বড় সাফল্যঃ ১ সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস টেস্টের ১ লক্ষ কিট তৈরি করে ফেলবে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসে (Coronavairas) আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য এখন আর ভারতকে (India) বেশি বেগ পেতে হবে না। ভারতে এখন করোনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় টেস্ট কিট পাওয়া যাবে। যার ফলে বেশি সংখ্যক মানুষের অল্প সময়ের মধ্যেই পরীক্ষা করা সম্ভব হবে। ইন্ডিয়ান কন্সিল ফর মেডিক্যাল রিসার্চ থেকে ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের প্রথম টেস্ট কিটকে সম্মতি দিয়ে দিয়েছে।

মহারাস্ট্রের পুনের ফার্ম মাইল্যাবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মাইল্যাব ১ সপ্তাহে ১ লক্ষ টেস্ট কিট তৈরি করার অঙ্গীকার করেন। তাঁদের বক্তব্য একটি কিট থেকে ১০০ জনের পরীক্ষা করা সম্ভব হবে। এই কিট দিয়ে মাত্র আড়াই ঘণ্টায় করোনা পরীক্ষা করা সম্ভব হবে। বর্তমানে বৈদেশিক বিমান চলাচল বন্ধ থাকায় জার্মানি থেকে করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট আনা সম্ভব হচ্ছিল না। এই কিট দিয়ে পরীক্ষার ফলাফল জানতে ৭ ঘন্টা সময় লাগত। তবে ভারতে নির্মিত এই কিট দিয়ে অতি অল্প সময়ে মাত্র আড়াই ঘন্টায় পরীক্ষা করা সম্ভব হবে।

এই টেস্ট কিট প্রসঙ্গে মাইল্যাব ডিসকভারি সলিউশনের মহানির্দেশক হাস্মুল রাওল বলেন, ‘মেক ইন ইণ্ডিয়ার কারণে রাজ্য এবং কেন্দ্র সরকারের সহাওতায় কোভিড-১৯ এর পরীক্ষার জন্য এই কিট রেকর্ড সময়ের মধ্যে বানানো হয়েছে। এতে কেন্দ্রীয় ঔষধি মানব নিয়ন্ত্রণ সংগঠনের সম্মতিও মিলেছে।

 

মাইল্যাবের (Mylab) অন্যান্য ব্যক্তিদের মতে, বাইরের বিভিন্ন দেশে যেভাবে এই রোগ বিস্তার লাভ করেছে, তাতে এই কিটের পরিমাণও অনেক কমে গেছে। সব দেশেরি এখন এই কিট প্রয়োজন হয়ে পড়েছে। তার মধ্যে ভারতের সঙ্গে অন্যন্য দেশের বৈদেশিক যোগাযোগা বন্ধ থাকায়, ভারতে আবিস্কৃত এই কিট এখন অত্যন্ত মূল্যবান। এর মাধ্যমে একসঙ্গে অনেক মানুষের পরীক্ষা করা সম্ভব হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর