বাঙালি বিজ্ঞানীর বড় কৃতিত্বঃ আবিস্কার হল করোনা ভাইরাস সংক্রমণের চরিত্র

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) চরিত্র আবিস্কার করা সম্ভব হয়েছে। এবার এই রোগের প্রকোপ থেকে খুব তাড়াতাড়ি রক্ষা পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই অসাধ্য সাধন করেছেন সানিব্রুক রিসার্চ ইনষ্টিটিউট, টরোন্টো বিশ্ববিদ্যালয় আর কানাডার ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলিত ভাবে। যার মধ্যে রয়েছেন একজন বাঙালি (Bangali) গবেষকও, নাম ডঃ অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়।


পৃথিবী ব্যাপী মহামারি সৃষ্টিকারি এই রোগ অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে। সমগ্র বিশ্বে এখনও অবধি এই রোগের প্রকোপে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন প্রায় ২৪৫৬৪৮ এবং মৃতের সংখ্যা প্রায় ১০০৪৮। ভারতেও (India) এই রোগের প্রভাব বিস্তার ঘটতে শুর করে দিয়েছে। এখনও অবধি ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতাতে ইতিমধ্যে দুজনের শরীরে মিলেছে এই রোগের জীবাণু। আক্রান্তদের বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

সমগ্র বিশ্বে ত্রাস সৃষ্টিকারী এই ভাইরাসকে WHO ‘মহামারির চেয়েও ভয়ঙ্কর’ বলে ব্যাখ্যা করেছে। তবে অবশেষে এই ভাইরাসের চরিত্র সম্বন্ধে জানতে সক্ষম হলেন বিজ্ঞনিরা। যার ফলে এখন এই রোগের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি প্রতিরধকে ব্যবস্থা নেওয়া যাবে। এই রোগের চরিত্র আবিস্কার করতে সক্ষম হয়েছেন সানিব্রুক রিসার্চ ইনষ্টিটিউট, টরোন্টো বিশ্ববিদ্যালয় আর কানাডার ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলিত ভাবে। যার মধ্যে রয়েছেন এক বাঙালি গবেষক। তিনি হলেন ডঃ অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। কানাডার ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ে গবেষণারত রয়েছেন ডঃ অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। এবং এই ভাইরাসের চরিত্র আবিস্কারের দলে তিনিও এক যোদ্ধা।

গবেষকদের এই আবিস্কারের ফলে খুব দ্রুত এবার এই রোগের প্রতিষেধক বানানো সম্ভব হবে। এবং রোগের বিরুদ্ধেও মোকাবিলা করা সহজ হবে। এবং পরবর্তিতেও যদি এই ধরনের রোগের প্রাদুর্ভাব আবার ঘটে, তখন এর বিরুদ্ধে সত্তর প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর