বেকারদের জন্য বড় উপহার যোগী সরকারেরঃ ৫০ হাজার শূণ্য পদে দ্রুতই হবে কর্মী নিয়োগ

বাংলাহান্ট ডেস্কঃ বেকারত্ব হ্রাস করতে উত্তরপ্রদেশের (uttarpradesh) যোগী সরকার (yogi govt), রাজ্যের সরকারী বিভাগগুলিতে শূণ্য পদ পূরণে সম্মতি দিয়েছেন। প্রায় ৫০ হাজার শূণ্য পদ পূরণের লক্ষ্যে এবার উত্তরপ্রদেশ সরকার। এই শূণ্য পদ পূরণের কাজ দেখভাল করবে উত্তর প্রদেশ অধস্তন পরিষেবা নির্বাচন কমিশন।

   

পরীক্ষামূলক পদ্ধতির মধ্যেই লোক নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশ অধস্তন পরিষেবা নির্বাচন কমিশন এই নিয়োগ পদ্ধতির কাজ শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর আদেশ পাওয়া মাত্রই কাজ শুরু হয়ে গিয়েছে।
দুই ধাপে এই পরীক্ষা নেওয়া হবে। প্রথম পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তারা মেইনসে বসার সুযোগ পাবেন। তারপর এই ফাইনাল পরীক্ষায় যারা সফল হবেন, তারা সরাসরি চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন।

যোগী সরকার,yogi govt,উত্তরপ্রদেশ,uttarpradesh

পরীক্ষা পদ্ধতি-
প্রথম পর্বে ১০০ প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময়সীমা ২ ঘন্টা। সেইসঙ্গে ভুল উত্তরে নেগেটিভ মার্কিংও থাকবে। এই প্রথম পর্বের ফলাফল পারসেন্টাইলে দেওয়া হবে। স্নাতক প্রাপ্ত শিক্ষার্থী, পেশাদার কোর্স এবং ইন্টারমিডিয়েট সহ প্রযুক্তিগত যোগ্যতা অর্জনকারীরা এই পরীক্ষায় যোগদান করতে পারবেন।

আসন সংখ্যা-
পরিবার কল্যাণ বিভাগে মহিলা স্বাস্থ্যকর্মীদের ৯২১২ টি আসন।
রাজস্ব কাউন্সিলের রাজস্ব হিসাবরক্ষকদের ৭৮৮২ টি আসন।
কৃষি অধিদপ্তরে কারিগরি সহকারী-গ্রুপ-সি পদে ১৮১৭ টি আসন।
রাজস্ব কাউন্সিলের জুনিয়র সহকারী পদে ১১৩৭ টি আসন।
অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক বিভাগে সহকারী হিসাবরক্ষক ১০৬৮ টি আসন।
আখ ও চিনি বিভাগে আখ সুপারভাইজারের ৮৭৪ টি আসন।
বন বিভাগে বনরক্ষী বাহিনীর ৬৯৪ টি আসন।
প্রশিক্ষণ ও পরিষেবা পরিকল্পনা বিভাগে প্রশিক্ষকে ৬২২ টি আসন।
মেডিকেল ও স্বাস্থ্য বিভাগে এক্স-রে টেকনিশিয়ানে ৪৫৬ টি আসন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর