ইফতার পার্টিতেই যোগাযোগ? ISI এজেন্টের সঙ্গে লাগাতার ‘যৌন’ সম্পর্ক, ইউটিউবার জ্যোতির ভিডিও থেকেই এল বিরাট তথ্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। অভিযোগ উঠেছে, আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সবথেকে বড় ব্যাপার, পাকিস্তানের সঙ্গে যে জ্যোতির (Jyoti Malhotra) ভালো মতোই যোগাযোগ ছিল তার সবথেকে প্রমাণ তাঁর ইউটিউব চ্যানেলের ভিডিও। সেখান থেকেই এমন কিছু তথ্য সামনে এসেছে যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জ্যোতির (Jyoti Malhotra) ইউটিউব চ্যানেল থেকেই এল বড় তথ্য

জ্যোতির ইউটিউব চ্যানেল থেকে জানা গিয়েছে, গত বছরই নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টিতে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেই পার্টিতে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ে পাকিস্তান নিয়ে আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছিল জ্যোতিকে (Jyoti Malhotra)। তাঁর ইউটিউব চ্যানেলেও পাকিস্তান ভ্রমণের একাধিক ভিডিও রয়েছে।

Big update revealed from jyoti malhotra YouTube video

ইফতার পার্টিতেই যোগাযোগ: সূত্রের খবর, গত বছর একজন পাক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে তার। জানা গিয়েছে, গত বছরই পাক পাক হাই কমিশনার এহসান উর রহমানের সঙ্গে আলাপ হয় জ্যোতির (Jyoti Malhotra)। এই দানিশই মূল কান্ডারী বলে জানা গিয়েছে। দানিশের সঙ্গে হাত মিলিয়েই নাকি পাকিস্তানের হয়ে চরবৃত্তি করত জ্যোতি। তাঁর চ্যানেলের ভিডিওগুলি থেকে এসেছে বড় তথ্য।

আরো পড়ুন : অবশেষে প্রেমের স্বীকারোক্তি, ‘চিরদিনই তুমি যে আমার’এর প্রোমো দেখে আর্যর প্রশংসায় পঞ্চমুখ দর্শক

বিদেশ ভ্রমণ করেছেন একসঙ্গে: ভিডিওতে দানিশ এবং তাঁর স্ত্রীর কথাবার্তা শুনে বেশ বোঝা গিয়েছে, আগে থেকেই পরিচয় ছিল তাঁদের। এমনকি দুজনকে নিজের বাড়িতেও আমন্ত্রণ জানিয়েছিলেন জ্যোতি (Jyoti Malhotra)। ইউটিউবারের ভিডিও থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, পাক হাই কমিশনের ইফতার পার্টিতে চিনা রাষ্ট্রদূত এবং তাঁদের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেছিল জ্যোতি।

আরো পড়ুন : মোদীর ভরসা ইউসুফ! তৃণমূল সাংসদকে আমন্ত্রণ নমোর, হঠাৎ হল কী?

ইউটিউবারের ফোনে একজন আইএসআই এজেন্টের নম্বরও পাওয়া গিয়েছে বলে খবর। রানা শাহবাজ নামে ওই এজেন্টের নাম জাট রানধাওয়া বলে সেভ করে রেখেছিলেন জ্যোতি। এমনকি তাঁর সঙ্গে ইন্দোনেশিয়া ঘুরতেও গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই নয়াদিল্লিতে পাক হাই কমিশনের দানিশকে পার্সন নন গ্রাটা ঘোষণা করা হয়েছিল। গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।