সরকারি কর্মীদের আশায় জল! DA মামলার শুনানি পিছোতেই বিকাশ যা বললেন … জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং রাজ্য সরকারের (Government of West Bengal) মধ্যে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিন দুপুরে এই মামলা বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে উঠলেও সময়ের অভাবে শুনানি হয়নি। এরপর এই নিয়ে মুখ খললেন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।

ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছনো নিয়ে কী বললেন বিকাশ?

এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়, বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এদিন পর্যাপ্ত সময় না থাকার কারণে শুনানি হচ্ছে না। আগামী মার্চ মাসে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। যদিও বিকাশের ধারণা, এই মামলায় ১৫ মিনিটের বেশি লাগা উচিত নয়।

আজ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পর আদালতকক্ষের বাইরে দাঁড়িয়ে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বলেন, ‘আজ দিনের শেষে ডিএ মামলা শুনানির জন্য উঠেছিল। বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে উঠেছিল এই মামলা। তবে ওদের ধারণা মামলার শুনানি হতে একটু সময় লাগবে। যদিও আমার নিজের ধারণা এই মামলায় ১৫ মিনিটের বেশি লাগা উচিত নয়। কিন্তু বিচারপতিরা মনে করছেন যে সময় লাগবে’।

আরও পড়ুনঃ ‘কোথা থেকে এল?’ জ্যোতিপ্রিয়র চিঠি নিয়ে আদালতের প্রশ্নের মুখে ED! রেশন দুর্নীতি মামলায় বড় মোড়?

এখানেই না থেমে বিকাশ আরও বলেন, ‘বিচারপতি রায়ের অবসরের দিন এসে গিয়েছে। সেসব ভাবনাচিন্তা করে মার্চ মাসের একটি নির্দিষ্ট দিনে মামলাটির ফের শুনানি হবে বলে আপাতত জানানো হয়েছে’।

Bikash Ranjan Bhattacharya on Dearness Allowance DA arrear case hearing postpone in Supreme Court

এদিকে ফের একবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার (DA Arrear Case) শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বিগত দু’বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে। এমন গুরুত্বপূর্ণ একটি মামলার এখনও শুনানি না হওয়া ভীষণ হতাশাজনক।

এমনিতেই ২০২৪ সালের শেষে কিংবা নতুন বছর শুরু হয়ে যাওয়ার পর এখনও অবধি বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পায়নি। এই নিয়ে তাঁরা খানিকটা হতাশ। এর মাঝেই সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলার শুনানি। আগামী মার্চ মাসে কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর