টাটাসুমোর সঙ্গে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত ১,ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ পথ দুর্ঘটনায় মৃত্যু আটকাতে ‘সেভ ড্রাইভ,সেভ লাইফ’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্ত সেই প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে দেদারে ছুটছে গাড়িগুলি।আজ সকাল ১০:৩০ মিনিটে বোলপুর সংলগ্ন যদুপুর মোড়ে টাটাসুমোর সঙ্গে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয় মিঠুন ঘোষ (৪০) নামে এক দুধ ব্যবসায়ী। বাড়ি

IMG 20190814 123244

ছবিঃ দূর্ঘটনার কবলে টাটাসুমো গাড়িটি। 

বোলপুর থানার অন্তর্গত আদিত্যপুর গ্রামে। দূর্ঘটনা ঘটার পরেই আহত ওই ব্যাবসায়ীর ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় বাসিন্দারা ওই রুটে ঘন্টার পর ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার জন্য ওই রুটে কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায় ও যানজটের সৃস্টি হয়। পরে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও টাটাসুমো গাড়িটি থানায় নিয়ে যায়।

IMG 20190814 123705

ছবিঃ দূর্ঘটনার কবলে ব্যবসায়ীর বাইক। 

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই ব্যাবসায়ী বাইক নিয়ে যদুপুর মোড়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বোলপুর থেকে সিঙ্গি গামী একটি দ্রুতবেগে ছুটে আসা টাটাসুমো তাকে সজরে ধাক্কা মারে। তাকে তো মারেই আবার রাস্তায় স্ট্যান্ড থাকা আরোও কতগুলো

IMG 20190814 150243

ছবিঃ পড়ে রয়েছে সাইকেল। 

সাইকেলকেও ধাক্কা দেয়।গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। সঙ্গে,সঙ্গে তাকে স্থানীয় বাসিন্দাদের সচেষ্টায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

IMG 20190814 144629

ছবিঃ বিক্ষোভে সামিল উত্তেজিত জনতা। 

স্থানীয় বাসিন্দা দেবচরণ মণ্ডল জানান, “যদুপুর মোড়ে ওই আহত ব্যাবসায়ী রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে টিফিন করছিল। সেইসময় মদ্যপ অবস্থায় এক টাটাসুমো চালক তাকে ধাক্কা মারে। ওনার অবস্থা খুব স্থিতিশীল। আমরা ওকে তড়িঘড়ি বোলপুর সিয়ান

IMG 20190814 150236

ছবিঃ বিক্ষোভের মুখে পুলিশ। 

হাসপাতালে ভর্তি করি। আমাদের দাবি, আহত ব্যবসায়ীর সমস্ত খরচ বহন করতে হবে টাটাসুমোর মালিক কে। আর এই মোড়ে একটা বাম্পার তৈরি করতে হবে প্রশাসনের তরফ থেকে।”

IMG 20190814 134517

ছবিঃ ঘটনাস্থলে পুলিশের গাড়ি। 

আহত ব্যবসায়ীর বাবা জানান, “আমার ছেলের সমস্ত ক্ষতিপূরণ বহন করতে হবে টাটাসুমোর মালিককে।”

IMG 20190814 144710

ছবিঃ সৃস্টি হয়েছে যানজটের। 

এই ঘটনার জেরে ফের প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর