অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য ভাল পদক্ষেপ নিচ্ছে ভারত, প্রশংসা স্বয়ং বিল গেটসের

বাংলা হান্ট ডেস্ক: আর্থিক উদ্ভাবন ও তাঁর বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে ভারত। এমনটাই মনে করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। পাশাপাশি তিনি জানান, ওনার স্বেচ্ছাসেবী সংস্থা (বিল গেটস ফাউন্ডেশন) ভারত সহ অন্যান্য বহু দেশের সরকারের সঙ্গে ওপেন সোর্স টেকনোলোজির রোল আউট করার কাজ করছে।

সিঙ্গাপুরে ফিনটেক ফেস্টিভ্যালে বিল গেটস বলেন, ‘আমার মতে এখন চিন ছাড়া আর অন্য যে দেশে মানুষ পড়াশোনা করতে চায়, সেটা হল ভারত। সব দিক থেকে ভারত প্রভূত উন্নতি করেছে আর সবকিছু খুব দ্রুত গতিতে হচ্ছে।’ গেটসের মতে, প্রাইভেট সেক্টরে নানা উদ্ভাবনী ক্ষেত্রের ব্যবহার ও ডিজিটাল মেশিনের মতো প্রযুক্তির ব্যবহারের ফলে ভারত খুব অল্প খরচে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে।

   

একই সঙ্গে ভারতীয় সরকারের নানা জনহিতৈষী পদক্ষেপ যেমন ডিজিটাল পেমেন্টের বহুল ব্যবহার, স্বচ্ছতা অভিযান ও পোলিও নির্মূলকরণকেও সাধুবাদ জানান তিনি। গেটসও এই কর্মযজ্ঞে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ভারতের এই সব প্রোগ্রাম থেকে কিছু শিখে আফ্রিকার গরিব দেশের উন্নতি কল্পে কাজ করতে চান বলে জানিয়েছেন।

বিলের মতে, ২০১৬ সালে নোটবন্দির ফলে ভারতে ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার হয়েছে। এছাড়া ডেটা রেট কম হয়ে যাওয়া এবং কম দামে স্মার্টফোন উপলব্ধ হওয়ার ফলেও মানুষ সহজে ডিজিটাল লেনদেন করতে পারছেন।

সম্পর্কিত খবর