ত্রিপুরায় আক্রান্ত বামেরা, লাল বালতি হাতে নিয়ে অর্থ সংগ্রহ করতে রাস্তায় নামলেন বিমান বসুরা

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) আক্রান্ত বাম সমর্থকরা। ক্ষতিগ্রস্ত পার্টি অফিস, আহতদের চিকিৎসার খরচ এবং দলীয় কর্মীদের বাড়ি মেরামতের জন্য রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করলেন বছর ৮২-র বিমান বসুর (biman basu)। পৌঁছে গেলেন নিউ মার্কেট চত্বরে। সেখানে লাল বালতি হাতে নিয়ে ঘুরলেন দোকানে দোকানে, এমনকি বালতি পেতে দাঁড়ালেন পথচলতি মানুষের সামনেও।

একদিকে যখন দলের তারুণ্যের সংখ্যা বাড়াতে, ৭৫-এর ঊর্ধ্বদের কেন্দ্রীয় কমিটিতে না থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব সীতারাম ইয়েচুরিরা, তখন এই বছর ৮২ -র বিমান বসুকে নিয়ে কি করা হবে, তা নিয়ে দলের অন্দরে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছিল।

242042009 1821534164706930 3238637940381396928 n

বয়স যতই ৮০-র কোটা পেরোক না কেন, এখনও সমান তালে তরুণ কর্মীদের সঙ্গে মিটিং মিছিলে মাইলের পর মাইল হাঁটার ক্ষমতা রাখেন তিনি। এখনও যে কোন কর্মসূচীতে প্রথম সারিতে থাকেন এই বর্ষীয়ান নেতা। সেই প্রমাণ পাওয়া গেল বুধবারও। ত্রিপুরার বামপন্থীদের পাশে দাঁড়ানোর জন্য, বালতি হাতে নিজেই বেরিয়ে পড়লেন অর্থ সংগ্রহ করতে।

সিপিএম সূত্রে খবর, এই সংগৃহীত অর্থ একত্রিত করে তুলে দেওয়া হবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের (manik sarkar) হাতে। তারপর তা দিয়ে সাহায্য করা হবে পড়শি রাজ্যে আক্রান্ত বাম সমর্থকদের। এইভাবেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের মুখোশ খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ শে সেপ্টেম্বর বাংলায় ৩ কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর তারপরই ২ রা অক্টোবর বাংলায় আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বাম নেতা মানিক সরকার। রায়গঞ্জে সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্মেলনের প্রধান বক্তা হিসেবে তাঁকেই বাংলায় নিয়ে আসছে বামেরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর