পরিচালক ঋষিকেশ মণ্ডলের হাত ধরে তৈরি হচ্ছে রানু মণ্ডলের বায়োপিক

বাংলা হান্ট ডেস্ক: ফেসবুকের হাত ধরে ভাইরাল হয়েছেন রানাঘাটের রাণু মণ্ডল ৷ এলাকার লোকেদের কাছে তো তিনি রানাঘাটের লতা ৷ স্টেশন বসেই নিজের মতে করে গান গেয়ে যেতেন তিনি ৷ হিমেশ রেশমিয়ার হাত ধরেই বলিউডে অভিষেক হয় তার। তার গানে প্লে ব্যাক করে জোর চর্চায় রয়েছেন রানু।

   

আপাতত নিজের গানের জন্য আলোচনার শীর্ষে রয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। বলিউডে এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তৈরি হতে চলেছে রানু মণ্ডলের বায়োপিক। পরিচালক ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি।

জানা যাচ্ছে, ঋষিকেশ মণ্ডলের এই ছবিতে নিজের গলাতেই গান গাইবেন রানু। এবিষয়ে তিনি জানান, ”আমার যেহেতু রিয়েল লাইফ স্টোরি নিয়ে কাজ করতে পছন্দ করি, তাই ‘নকশীকাঁথার খোঁজে’ ছবি নিয়ে কাজ করতে করতেই রানু মণ্ডলের বিষয়টা আমার নজরে আসে। তবে সিনেমা বানানোর প্রথমে কোনও পরিকল্পনাই ছিল না। তবে রানু মণ্ডলের মুম্বই যাত্রার খবর কানে আসতেই আমি ওনাকে নিয়ে সিনেমা বানানোর কথা ভবি। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যে ছবির শ্যুটিং শুরু হবে।”

https://www.instagram.com/p/B1xxoiNDyA_/?igshid=pygfvyok8z7l

প্রসঙ্গত, ইতিমধ্যেই বলিউডের হিমেশের ছবিতে রানুর গলায় ‘তেরি মেরি কাহানি’ গান বেশ প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, হিমেশের ছবিতে ‘আদত’ নামে আরও একটি গানও রেকর্ড করে ফেলেছেন রানু মণ্ডল।

সম্পর্কিত খবর