নায়কের মুখে গা গোলানো দুর্গন্ধ! চুম্বন দৃশ্য করেই অসুস্থ হয়ে পড়েন বিপাশা

বাংলাহান্ট ডেস্ক : এক সময়ে বলিউডে চুটিয়ে কাজ করেছেন বিপাশা বসু (Bipasha Basu)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতজন বাঙালি কন্যে সাফল্য পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম বিপাশা। একেই সুন্দরী, বোল্ড অ্যাটিটিউড, উপরন্তু দক্ষ অভিনেত্রী, বিপাশার (Bipasha Basu) জনপ্রিয়তা পেতে দেরি হয়নি। যদিও একটা সময় পর ধীরে ধীরে কাজের পরিমাণ কমাতে শুরু করেন অভিনেত্রী। বর্তমানে বলিউডে আর দেখাই যায় না তাঁকে।

এই ছবির সেটে বেকায়দায় পড়েন বিপাশা (Bipasha Basu)

বিপাশার (Bipasha Basu) কেরিয়ারে একাধিক সহ অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে। ২০১২ সালে আর মাধবনের সঙ্গেও জুটি বেঁধেছিলেন তিনি। ‘জোড়ি ব্রেকার্স’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এই ছবিতে অভিনয় করার আগেই বিপাশার প্রতি ভালোলাগার কথা স্বীকার করেছিলেন অভিনেতা। তবে এই ছবির শুটিংয়ের সময়েই এমন এক ঘটনা ঘটে গিয়েছিল যে বিড়ম্বনায় পড়তে হয়েছিল মাধবনকে।

Bipasha basu had bad experience with this actor

শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী: জোড়ি ব্রেকার্স ছবিতে একটি চুম্বনের দৃশ্য ছিল বিপাশা (Bipasha Basu) এবং মাধবনের। ওই দৃশ্যের শুটিংয়ের সময়েই ঘটে অঘটন। আসলে আর মাধবনকে যারা চেনেন তারা জানেন, তিনি খুবই ভোজনরসিক মানুষ। ছবির সেটেও নানান রকমারি খাবার খেতেন তিনি। এক সাক্ষাৎকারে বিপাশা (Bipasha Basu) জানিয়েছিলেন, শুটিংয়ের জন্য ১২-১৩ দিন বাইরে থাকতে হয়েছিল তাঁদের। সেখানে পঞ্জাবের একটি টিম প্রতিদিন শুটিং দেখতে আসত আর সঙ্গে নানান খাবারও নিয়ে আসত।

আরো পড়ুন : ১৫ হাজার কোটি টাকার চোখ ধাঁধানো বাড়ি, অ্যান্টিলিয়া তৈরি হওয়ার আগে কোথায় থাকতেন মুকেশ অম্বানির পরিবার?

কী হয়েছিল চুম্বন দৃশ্যে: মাধবনও খেতেন সেই খাবার। যেদিনের ঘটনা সেদিন ওই চুম্বন দৃশ্যের কথা ভুলেই গিয়েছিলেন অভিনেতা। এদিকে বিপাশা (Bipasha Basu) জানতেন না তিনি অত খাবার দাবার খেয়ে এসেছেন। বিপাশা সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মাধবন এত পেঁয়াজ খেয়েছিলেন যে চুম্বনের দৃশ্যে গা গুলিয়ে উঠেছিল তাঁর।

আরো পড়ুন : বয়স মোটে ২৩, কেরিয়ার শুরু না করেই প্রায় ৪ হাজার কোটির সম্পত্তির মালকিন! জনপ্রিয় অভিনেত্রীর মেয়ে, যুবতীকে চেনেন?

বিষয়টা অবশ্য হাসির ঘটনায় পরিণত হয়েছিল সেটে। সাক্ষাৎকারে একথা বলে বিপাশা নিজেও হেসে ফেলেছিলেন। হাসিমজায় আনন্দ করে হয়েছিল ছবির শুটিং। তবে ওই দৃশ্যের শুট মিটতেই এক ছুটে নিজের ঘরে চলে গিয়েছিলেন বিপাশা। পরে জানা গিয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন পেঁয়াজের গন্ধে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর