নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, বিস্ফোরক সেনা প্রধান

বাংলা হান্ট ডেস্ক :  যদিও আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই দেশের সেনা প্রধানের পদ থেকে সরে যেতে হবে তাঁকে। কিন্তু বিদায়ের আগেই দেশের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যেভাবে দেশ উত্তপ্ত হয়েছে তা নিয়ে মুখ খুললেন। এমনিতেই নাগরিকত্ব আইনের বিরোধিতায় এককথায় জ্বলছে দেশ। পুড়ছে বাড়িঘর। ভাঙচুর হচ্ছে গাড়ি, বাড়ি ট্রেল, স্টেশন সবকিছু। আর দেশের এই বিক্ষোভ পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে যেতে বসেছিল।

   

কিন্তু দেশের এই পরিস্থিতিতেও এতদিন অবধি চুপ ছিলেন দেশের সেনা প্রধান বিপিন রাওয়াত। কিন্তু এবার দেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে নিজের নিরবতা ভাঙলেন তিনি। তাইতো বৃহস্পতি বার এক অনুষ্ঠানে তিনি বলেন, “সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করা হচ্ছে। পড়ুয়াদের নেতৃত্বে বিভিন্ন মিছিল থেকে হিংসা ছড়ানো হচ্ছে। এটা সঠিক নয়। হিংসা, অশান্তিতে নেতৃত্ব দেওয়া আদর্শ নেতাদের কাজ নয়। মানুষকে ভুল বোঝানো হচ্ছে।”

তাই তো আইন সম্পূর্ণ ভাবে পড়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। যদিও এখানেই তিনি থেমে থাকেননি,নেতৃত্ব দেওয়ার কাজ খুব কঠিন বলেও মন্তব্য করেন। একইসঙ্গে তিনি আরও বলেন কেউ নেতৃত্ব দিলে তাঁকে অনুসরন করা উচিত। এমনকি নেতৃত্ব দেওয়ার কাজকে সহজ ভাবে নেওয়াটাও ঠিক নয় বলে জানান তিনি। যদিও বিপিন রাওয়াতের এই মন্তব্যকে একেবারেই ভালো চেখে দেখেনি বামেরা। তাঁকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শও দিয়েছে বামেরা।

সম্পর্কিত খবর