বামার একনিষ্ঠ ভক্ত, বিষ্ণুদাসের চরিত্রে ‘মহাপীঠ তারাপীঠ’এ অভিনয় করবেন বিপ্লব চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: যতই নিত‍্যনতুন সিরিয়াল হাজির করুক না কেন পুরনো সিরিয়ালগুলির মধ‍্যে ‘মহাপীঠ তারাপীঠ’ (mahapith tarapith) এখনো বেশ জনপ্রিয় দর্শকমহলে। বামাক্ষ‍্যাপা চরিত্রাভিনেতা সব‍্যসাচী চৌধুরীর (sabyasachi chowdhury) অনবদ‍্য অভিনয় এই সিরিয়ালকে অন‍্য মাত্রার পৌঁছে দিয়েছে। কিছুদিন আগে চ‍্যানেল টপার হলেও বেশ কয়েক সপ্তাহ টিআরপির দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে এই সিরিয়াল।

এবার নতুন এক চরিত্র নিয়ে হাজির হচ্ছে স্টার জলসার এই সিরিয়াল। ভক্ত বিষ্ণুদাসের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ‍্যায়কে (biplab chatterjee)। জানা যাচ্ছে, বিষ্ণুদাস পেশায় একজন কীর্তনিয়া। কিন্তু বয়স বাড়ার জন‍্য কোনো দলই তাঁকে নিতে রাজি নন। অভাবের সংসারে অনাথ নাতনি রাধারানীকে নিয়ে থাকেন তিনি।

2eb31b2c 01b0 4346 a309 38e5949525c0 1638768778082 1638768782423
এমতাবস্থায় অর্থাভাবে কীভাবে নাতনির বিয়ে দেবেন সেই চিন্তায় দিশেহারা অবস্থা বিষ্ণুদাস। এই সময়েই ভক্তের কষ্ট অনুভব করে তাঁর গ্রামে এসে উপস্থিত হন স্বয়ং বামাক্ষ‍্যাপা। এবার কীভাবে তিনি বিষ্ণুদাসের সমস‍্যার সমাধান করেন সেটাই দেখার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুদিন ধরে দেখানো হবে এই বিশেষ পর্ব।

প্রায় তিন বছর ধরে চলছে স্টার জলসার এই সিরিয়াল। কালীপুজোর দিনেই ৭০০ পর্বে পা দিয়েছে মহাপীঠ তারাপীঠ। মা তারা বা বড় মায়ের ভূমিকায় অভিনয় করছেন নবনীতা দাস। সাধক বামাক্ষ‍্যাপার চরিত্রে রয়েছেন সব‍্যসাচী চৌধুরী। কালীপুজো উপলক্ষে ভক্তদের জন‍্য সিরিয়ালের শুটিং সেটের একটি বিশেষ ভিডিও দেখানোরও ব‍্যবস্থা করেছিল চ‍্যানেল।

শুটিং সেটেই তৈরি করা হয়েছে তারাপীঠের মন্দিরের গর্ভগৃহ। বামাক্ষ‍্যাপা যখন পুজো করতেন সে সময় গর্ভগৃহের দেওয়ালে পোড়া মাটির কাজ ছিল। শুটিংয়ের জন‍্য হলেও সেই কাজ নিপুণ করে ফুটিয়ে তোলা হয়েছে সেটে।

দরমার বেড়ার ঘরে মাটিতে খড় বিচালি বিছিয়ে শুতেন বামাক্ষ‍্যাপা। তেমনি ঘর বানানো হয়েছে সেটে। আগেও সিরিয়ালের পরিচালক জানিয়েছিলেন, সকলেই বিশ্বাস করেন এই সেটে মা তারার উপস্থিতি। তাদের বিশ্বাস, সেটে তৈরি গর্ভগৃহেও সত‍্যি সত‍্যিই দেবী মা রয়েছেন। তাই গর্ভগৃহে প্রবেশ করলেই সকলে অন‍্য রকম হয়ে যান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর