বিতর্ক! বিশ্ববাংলার লোগোয় ‘ব’ এর বদলে লিখে দেয়া হলো ‘রাম’

বাংলা হান্ট ডেস্ক: বিশ্ববাংলার লোগোয় ‘ব’ কে বিকৃত করে রাম লিখে দেওয়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার জগদ্দলের একটি হনুমান মন্দিরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা খবর, বিশ্ববাংলার একটি লোগো বসানো রয়েছে জগদ্দলের ওই হনুমান মন্দিরে। সোমবার সকালে দেখা যায়, ব-এর জায়গায় লিখে রাম দেওয়া হয়েছে লোগোতে।

এদিন সকালে এলাকায় হইচই পড়ে যায় বিষয়টি নজরে আসার পর। ওই হনুমান মন্দিরের সেবায়েত ধনঞ্জয় দাস জানান, সকালে এসে তাঁর নজরে আসে বিষয়টি। কিন্তু কারা কেন এই কাজ করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।
29a92 img 20190604 wa0016
পুলিশের কাছে খবর যেতে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, যদিও এখনও কোনো সুরাহা হয় নি ঘটনার। স্থানীয়দের একাংশের দাবি এই ঘটনায় জড়িত থাকতে পারে বিজেপি কর্মীরা।

রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারপর্ব থেকেই বিতর্ক চলছে ‘জয় শ্রীরাম’ নিয়ে। নির্বাচনী প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রী রাম স্লোগান দেওয়া থেকে শুরু হয় এই কান্ড। যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি রাজ্যে উত্তেজনা ছড়াতে এই সব ঘটনা ঘটাচ্ছে।

সম্পর্কিত খবর