ছেলের থেকে কম যান না বৌমাও, অর্পিতার অভিনয়ের ভূয়সী প্রশংসা বিশ্বজিতের, দিলেন দরাজ সার্টিফিকেট

বাংলাহান্ট ডেস্ক : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ের দাপট দেখেছে মানুষ। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের (Biswajit Chatterjee) সুযোগ্য পুত্র তিনি। আর জীবনসঙ্গীও পেয়েছেন মনের মতোই। অর্পিতা চট্টোপাধ্যায় যাকে বলে প্রসেনজিতের যোগ্য সহধর্মিনী। সম্প্রতি মুম্বইতে ‘মাই নেম ইজ জান’ নাটকের শো ছিল যেখানে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। প্রথম শোতে উপস্থিত থাকতে পারেননি। তবে দ্বিতীয় শো তে এসে বৌমার অভিনয় দেখলেন বিশ্বজিৎ (Biswajit Chatterjee)।

অর্পিতার নাটক দেখতে হাজির বিশ্বজিৎ (Biswajit Chatterjee)

নামী সঙ্গীতশিল্পী গওহর জানের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে নাটক ‘মাই নেম ইজ জান’। সিনেমা সিরিজের দুনিয়াতেও থিয়েটার দেখতে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। বিশ্বজিৎও (Biswajit Chatterjee) দু ঘন্টা ধরে টানা বসে দেখেন শো। বৌমা অর্পিতার অভিনয় দেখে মুগ্ধ তিনি। নাটক শেষে বৌমার ভূয়সী প্রশংসা করলেন বিশ্বজিৎ।

আরো পড়ুন: ব্রিটিশ আমলে তৈরি ইস্পাত সেতু, বহুবার তো পারাপার করেছেন, হাওড়া ব্রিজের বাংলা নাম জানা আছে?

বৌমার ঢালাও প্রশংসা শ্বশুরের

সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা বলেন, সবার আগে তিনি শুভেচ্ছা জানাবেন এবং আশীর্বাদ করবেন। এই বিষয়ে তিনি শুনেছিলেন, তবে শো যে এতটা ভালো হয়েছে তা ভাবতে পারেননি। নাটকের ‘জান’কে অভিনন্দন জানিয়ে বিশ্বজিৎ (Biswajit Chatterjee) বলেন, ‘ওয়ান ম্যান আর্মি’র বিষয়টা আবারো প্রমাণ করে দিলেন অর্পিতা।

আরো পড়ুন: অর্জুনকে দেখেই ‘মালাইকা মালাইকা’ চিৎকার, প্রাক্তনের নাম শুনেই যা করলেন অভিনেতা… দেখে থ নেটিজেনরা

অর্পিতার জন্যই ঠিক হয় বাবা ছেলের সম্পর্ক

অর্পিতার সঙ্গে চট্টোপাধ্যায় পরিবারের দীর্ঘ সম্পর্ক। এদিন বিশ্বজিৎ (Biswajit Chatterjee) বলেন, অর্পিতার প্রথম ছবি ‘অনুপমা’ থেকেই তাঁকে চেনেন তিনি। এর কয়েক বছর পরেই প্রসেনজিতের সঙ্গে বিয়ে দিয়ে তাঁকে বৌমা করে নিয়ে আসেন বিশ্বজিৎ (Biswajit Chatterjee)। অর্পিতাকে তিনি খুবই স্নেহ করেন। এমনকি এও শোনা যায়, অর্পিতার জন্যই নাকি প্রসেনজিৎ এবং বিশ্বজিতের মধ্যে পুনরায় সম্পর্ক ঠিক হয়ে যায়।

Biswajit Chatterjee

প্রসঙ্গত, বর্তমানে মুম্বইতেই পাকাপাকি ভাবে সংসার করছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। অনেক বছর আগেই প্রথম স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে বিচ্ছেদ দিয়ে মুম্বই চলে যান তিনি। প্রবীণ অভিনেতা বলেছিলেন, তাঁর প্রথম স্ত্রী রত্না নাকি ছেলে মেয়ের মনের মধ্যে তাঁর বিষয়ে বিষ ঢুকিয়ে দিয়েছিলেন। এখন প্রসেনজিৎ সবটাই বোঝেন, দুজনের মধ্যে সম্পর্কও ভালো হয়ে গিয়েছে। তবে মেয়ে পল্লবীকে ক্ষমা করতে পারবেন না তিনি, স্পষ্ট জানিয়েছেন বিশ্বজিৎ।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর