অর্জুন সিং-এর কনভয় থেকে গ্রেপ্তার এক বিজেপি কর্মী, ধর্নায় বসলেন সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ তখন বাজে বিকেল ঠিক ৪.৩০ টে। শুক্রবার ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) এর কনভয় আটকে এক বিজেপি সমর্থককে গ্রেফতার করল পুলিশ। এই নিয়েই ব্যারাকপুরের চিড়িয়া মোড় এলাকায় ছড়ায় উত্তেজনা ছড়ায়।

বেশ কিছুক্ষণ চিড়িয়া মোড় অবরুদ্ধ করে রাখেন অর্জুন সিং এবং তাঁর সমর্থকরা। বিট্টু জয়সওয়াল নামে ওই বিজেপি কর্মীকে কেন গ্রেফতার করা হচ্ছে, তার কারণ স্পষ্ট ভাবে জানানোর দাবি জানান অর্জুন। শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেফতারির কারণ জানালে এবং প্রয়োজনীয় নথি দেখানোর পর এলাকা ছাড়েন বিজেপি সাংসদ।

arjun 2

হালিশহরের ঘটনার কারণেই মিথ্যে অভিযোগে পুলিশ তাদের এক নেতাকে গ্রেফতার করেছে বলে জানান অর্জুন সিং। তিনি আরও জানান, রবিরার হালিশহরে তার গাড়ি ভাঙচুর করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পরেও পুলিশ তদন্ত শুরু করছে না।

বিজেপির বিরুদ্ধে তৃণমূল যে মিথ্যে মামলা করে, তারপর তিনি তার কর্মীদের জামিন করান। এরপরেও পুলিশ কেন তার গাড়ি আটকে তাকে হেনস্থা করল প্রশ্ন তোলেন ক্ষুব্ধ বিজেপি সাংসদ। বিট্টু জয়শওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে এদিন চিড়িয়ামোড়ের কাছে ধর্নায় বসেন অর্জুন সিং।

4600f image

এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পিকেট বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে বিট্টু জয়শওয়ালের গ্রেফতার এর মেমো দিলে অর্জুন সিং অবস্থান বিক্ষোভ তুলে নেন। তবে এলাকয় এলাকা এখনও থমথমে।

সম্পর্কিত খবর