fbpx
টাইমলাইনরাজনীতি

আজই কি বিজেপিতে শোভনের সাথে সব্যসাচী যোগ?

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটের আগে সব্যসাচী দত্তের বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের যাওয়াকে কেন্দ্র করেই জল্পনার সূত্রপাত। সব্যসাচী দত্ত সেইসময় বিজেপিতে যোগদানের সম্ভাবনা খারিজ করে দিলেও ধীরে ধীরে স্পষ্ট হয়েছে দলের সঙ্গে বিধাননগর পুরনিগমের মেয়রের দূরত্ব।

এতদিনে এই তাঁর দলে যোগ দেওয়ার অস্পষ্টতা কিছুটা স্পষ্ট হওয়ার দিকে। জানা যায় সব্যসাচীর উপর চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব।শোভন চট্টোপাধ্যায়ের পর এবার পালা সব্যসাচী দত্তের। আজই কি বিজেপিতে যোগ দেবেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র? সংবাদসংস্থা এএনআই-র টুইট ঘিরে উসকে উঠেছে জল্পনা। প্রসঙ্গত, আজই বিজেপিতে যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী।

পাশাপাশি বিধাননগরের পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেন সব্যসাচী দত্ত। প্রসঙ্গত, সেদিনও সব্যসাচীর সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়। যদিও বিজেপিতে যোগদান প্রসঙ্গ সেদিন এড়িয়ে যান সব্যসাচী। আগামী দিনে সব্যসাচী দত্তকে আমরা কোন দলের নেতৃত্ব হিসেবে দেখছি তা এখন শুধুই সময়ের অপেক্ষা।

Leave a Reply

Close
Close