বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ,তিনটি উপনির্বাচনে জিতবো -দিলীপ ঘোষ

বাংলাহান্ট-সব শেষে প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি। ২৫ নভেম্বর বাংলায় কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদরে তিনটি আসনে উপনির্বাচন হবে বলে ঘোষনা করে নির্বাচন কমিশন। কালিয়াগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন কমলচন্দ্র সরকার, খড়গপুর সদর কেন্দ্রে প্রেম চাঁদ ঝাঁ ও করিমপুর আসনে রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কে প্রার্থী করলো।

২০১৯ লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ। ফলে খড়গপুর আসনটি ফাঁকা হয়। নদীয়াতে মহুয়া মৈত্র কৃষ্ণ নগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়।ফলে করিমপুর আসনটি শূন্য হয়। কালিয়াগঞ্জ আসনটি কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যু হয় ফলে, বেশ কিছুদিন আসনটি শূন্য হয়।

   

রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ উপনির্বাচনে তিনটি আসনে জিতবেন বলে দাবি করেছেন তিনি বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে চাইছেন।

আমরা তিনটি আসনেই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। এদিকে তৃনমুল ও তাদের প্রচার শুরু করে দিয়েছে। সিপিএম ও কংগ্রেস ও জোট নিয়ে লড়াই শুরু করেছে। ফলে এই তিনটি উপনির্বাচনে লড়াই হবে তিনমুখি। এখন দেখার বিশয় শেষ হাঁসিকে হাঁসে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর