পূরণ হল না আশা, এবার ২১ থেকে ১৬য় এল বিজেপি

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র, হরিয়ানার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পর এবার হারের ধারা অব্যাহত বিজেপির। এক বছর ধরে গেরুয়া পালে হাওয়া লাগা কার্যত থমকে যেতে বসেছে। তাই তো লোকসভা নির্বাচনে সেই হাওয়ার দাপট কিছুটা হলেও বেড়েছিল। কিন্তু মাস ছয়েক যেতে না যেতেই অমনি আবারও স্থিমিত হওয়া শুরু। এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সেই প্রভাব পড়েছিল।

যদিও সরকার গঠন করতে চেয়ে একেবারে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। কিন্তু তা শেষ অবধি আর হয়ে ওঠেনি। এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও খানিকটা তাই হল। এনেক আশা বুকে বেঁধে ঝাড়খণ্ডে ব্যাপক হারে প্রচার চালিয়েছে বিজেপি। কিন্তু সেই আশা পূরণ হল না। অবশেষে  ২০১৯ এর বিধানসভা নির্বাচনে এক্সিট পোলের আশঙ্কাই সত্য়ি হল। এবং নির্বাচনে প্রায় হার হল বিজেপির।

Supporters of India’s ruling Bharatiya Janata Party (BJP) wave the party flags during an election campaign rally being addressed by India’s Prime Minister Narendra Modi in New Delhi, India, May 8, 2019. REUTERS/Adnan Abidi

এদিন বেলা দুটো অবধি নির্বাচনী গননায় এগিয়ে রয়েছে জোট শিবির। ৮১ আসনের বিধানসভায় বিজেপি ৩০ টি আর জেএমএম জোট ৪১ টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাত্ ১১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাত্ আরও একটি রাজ্য হতে চলেছে হাতছাড়া। যেখানে আগে ২১টি রাজ্যে একাধিপত্যা স্থাপন করেছিল বিজেপি। তা কমে ১৬তে এসে দাঁড়েব , ঝাড়খণ্ডের জন্য। আর এতেই কার্যত সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

মাত্র কয়েকবছরের মধ্যে দেশজুড়ে নিজেদের জমি বাড়িয়েছিল বিজেপি। কিন্তু আস্তে আস্তে সেই জমি কমছে। মাত্র কয়েকবছরের মধ্যেই বিভিন্ন রাজ্যে একেবারে ধুয়েমুছে সাফ হওয়ার জোগাড়় বিজেপির। যদিও চিত্রটা এমন ছিল না। তবে এমন হারের জন্য কিন্তু বিজেপির উচ্চ প্রত্যাশাকেই দায়ী করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এমনিতেই এক মাস ধরে মহারাষ্ট্রের মহানাটক চলেছে। যেভাবে এনডিএ জোট ভেঙে গেছে তারপর থেকে সমস্ত রাজ্যেই বিজেপির সূর্য একপ্রকার অস্তাচলে।

সম্পর্কিত খবর