গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত চিন্ময়ানন্দ, সদস্য পদ বাতিল করল বিজেপি

বাংলা হান্ট ডেস্ক : আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের এবার সদস্যপদ খারিজ করল বিজেপি। চিন্ময়ানন্দের গ্রেফতারির সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিজেপি তাঁর বিরুদ্ধে পদক্ষেপের কথা ঘোষনা করেছে। বুধবার সাংবাদিক বৈঠক করে বিজেপির মুখপাত্র চিন্ময়ানন্দের সাংসদ পদ প্রত্যাহার করার ব্যাপারে ঘোষনা করেছে। পাশাপাশি এখন থেকে তিনি আর বিজেপির সদস্য নন বলেও ঘোষনা করা হয়েছে।

অটল বিহারী বাজপেয়ীর রাজত্বকালে মন্ত্রী তথা তিনবারের সাংসদের বিরুদ্ধে এক বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ আনেন এক আইনের ছাত্রী। তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে স্নানের দৃশ্য ভিডিও তুলে রীতিমতো হুমকি দেওয়া হত বলেও জানিয়েছেন তরুনী। তরুনীর অভিযোগের ভিত্তিতে স্বামী চিন্মায়নন্দের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। অবশেষে দোষ প্রমানিত হওয়ায় শুক্রবারই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিনি। আপাতত 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে তাঁকে।22 09 2019 swami 2 1 19602223

অন্যদিকে মঙ্গলবারই পুলিশ ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীকে আটক করেছিল পুলিশ। তরুনী ও তাঁর তিন বন্ধুর বিরুদ্ধে চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। যদিও ছাত্রীর বক্তব্য, তিনি চিন্ময়ানন্দের কাছ থেকে কোনও টাকাপয়সা নেননি। পালটা তাঁর অভিযোগ, তিনি ধর্ষণের অভিযোগ আনলেও, পুলিশ প্রথমে চিন্ময়ানন্দের বিরুদ্ধে শুধু যৌন হেনস্থার মামলা দিয়েছিল।অন্যদিকে চিন্ময়াননদ্রে বিরুদ্ধে শাহজাহানপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযুক্ত বিজেপি নেতার হয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন চিন্ময়ানন্দের আইনজীবি। এবার জামিনের আবেদন নিয়ে দায়রা আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবি।

 

সম্পর্কিত খবর