বিজেপি কর্মীর বাড়িতে পুলিশের হামলা,সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করলেন অনুপম হাজরা

নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ বোলপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে পুলিশি অভিযানের ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গতকাল দুপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন।

IMG 20190915 203407

ছবিঃ ফেসবুকে আপলোড করেছে সেই ভিডিও।

ভিডিওতে দেখা গেছে,পুলিশ ওই বিজেপি কর্মীকে দরজা খোলা নিয়ে রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছে। যদিও কর্মী দরজা না খুলে ঘরের ভিতর থেকে কথা বলার অনুরোধ করলেও পুলিশ কোন কাহিনী শুনছে না। উল্টো ভিডিওটি থেকে চড়া সূরে বলতে শোনা যাচ্ছে,“দরজাটা খুলন কিন্তু। নাহলে আপনার অবস্থা

 

খারাপ করে দেবো বলে দিচ্ছি।” এরপরই দরজা ভাঙার চেষ্টা করে পুলিশ। এই সমস্ত ঘটনাটি ওই বিজেপি কর্মী তার মোবাইল ক্যামেরায় রেকর্ড করে ও পুলিশকে বলে, “সমস্ত ঘটনাটি লাইভ চলছে।” এই প্রশ্নের পাল্টা জবাব দিয়ে পুলিশ চড়া সূরে বলে,“এই! লাইভ করে কী করবি।”

 

ছবিঃ পুলিশ কেড়ে নিতে যাচ্ছে ফোন।

ওই বিজেপি কর্মী জানান,“রামকৃষ্ণপুরে স্বরূপ গড়াইকে মার্ডার করা হয়েছিল। কলকাতা থেকে তার লাশ বোলপুর সিয়ান হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেইজন্য আমরা সেখানে যায় লাশটা আনতে। কিন্তু লাশটা আটকে রেখেছিল। আমাদের

IMG 20190915 203418

ছবিঃ অনুপম হাজরার ফেসবুক পোস্টের ক্যাপশন।

হাতে দিচ্ছিল না। সেইজন্য আমরা রাস্তা অবরোধ করি। ওই অবরোধে আমি লিড দিচ্ছিলাম। সেইজন্য পুলিশ আমার নামে ১৩ টি (NON AVAILABLE) কেস দেয়। যদিও এই ব্যাপারটি আমি জানতাম না। সেইজন্য পরশু রাতে ও গতকালকেও ওনারা আমার বাড়িতে এসেছিলেন। এবং ওনাদের ওই সমস্ত আচার আচরণ আমি রেকর্ড করে রাখলে জানালার ওইপাশ থেকে একটা পুলিশ আমার মোবাইল কেড়ে নিতে যায়।”

IMG 20190915 WA0212

 

যদিও ভিডিওটি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর