মোরবিতে বাঁচিয়েছিলেন বহু মানুষের প্রাণ, রেকর্ড ভোটে এগিয়ে সেই বিজেপি প্রার্থী

বাংলা হান্ট ডেস্কঃ আজ ৮ ডিসেম্বর। মোদীরাজ্যে চলছে ভোটগণনা প্রক্রিয়া। গেরুয়া রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election )ঠিক হাতে গোনা কিছুদিন আগে অক্টোবরে ঘটে যায় এক ভয়ানক দুর্ঘটনা। মাছু নদীর ওপর ছটপূজোর সন্ধ্যায় হঠাৎই ভেঙে পরে মোরবি সেতু। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় প্রাণ হারায় শতাধিক মানুষ। তবে নিজের প্রাণের তোয়াক্কা না করে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিলেন কান্তিলাল অস্রুতিয়া (Kantilal Amrutiya)। এবার তাঁকেই প্রার্থী করে বিজেপি।,আর সেই কান্তিলাল বিপুল ভোটে এগিয়ে রয়েছেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে।

নির্বাচন কমিশন কর্তৃক প্রাপ্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কান্তিলাল অস্রুতিয়া ৩৭,৫৯৮ ভোট পেয়ে আসনটিতে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী প্যাটেল কংগ্রেস প্রার্থী প্যাটেল জয়ন্তীলাল জেরাজভাই এখনও পর্যন্ত ২৩,৩২৮ ভোট ঝুলিতে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির পঙ্কজ রণসারিয়া। তার ঝুলিতে রয়েছে ৮,১৪৭ টি ভোট।

মোরবি সেতু দুর্ঘটনার পর, সেই ট্র্যাজেডি নিয়ে বিজেপির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগের মধ্যে নির্বাচনী প্রচার চালিয়েছিল বিরোধী দোলগুলি। নির্বাচনের মাত্র কিছুদিন আগে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ায় রীতিমতো কপালে ভাঁজ পড়েছিল শাসক দলের। সকলের নজরে ছিল মোরবি বিধানসভার ফলাফল। তবে কার্যত সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া রঙে ছেয়ে গেছে মোরবি।

kantilal amrutiya 2

সর্বশেষ কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিজেপি প্রার্থী কান্তিলাল অস্রুতিয়া এখন পর্যন্ত মোট ভোটের ৫৪.১৯ শতাংশ ভোট পেয়েছেন। প্রসঙ্গত, বিজেপির পাঁচবারের বিধায়ক কান্তিলাল অমৃতিয়া, যিনি কানাভাই নামেও পরিচিত। ১৯৯৫ থেকে শুরু করে ১৯৯৮, ২০০২, ২০০৭, ২০১২ সালে তিনি মোরবি বিধানসভায় বিপুল আসন জয়লাভ করে ক্ষমতায় আসীন ছিলেন। আপনাদের আরও জানিয়ে রাখি , গুজরাট বিধানসভা ভোটের মোট সংখ্যায়, বিজেপি এই সময়ে ১৫২ টি আসনে, কংগ্রেস ১৭টি এবং AAP মাত্র ৭ টি আসনে এগিয়ে রয়েছে।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর