বিজেপি প্রার্থীকে প্রচারে বাঁধা, অভিযুক্ত পুলিশ! উত্তপ্ত গোটা এলাকা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ মিটতেই একে একে পরের দফা ভোটের প্রার্থীরা ঝাঁপিয়ে পড়ছেন নির্বাচনী প্রচারে। সেই মত সোমবার সাতসকালে যাদাবপুর কেন্দ্রের প্রার্থী রিংকু নস্কর পঞ্চসায়র এলাকায় প্রচারে যোগদেন। সেখানেই ঘটল বিপত্তি। শহিদ কলোনিতে ঢোকার মুখেই বাঁধা পান বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। শুরু হয়ে যায় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধ্বস্তাধস্তি। ঘটনাকে কেন্দ্র সকালেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পঞ্চসায়র এলাকা।

যাদবপুর (Jadavpur) বিধানসভা কেন্দ্রে চতুর্থ দফায় অর্থাৎ ১৩ এপ্রিল ভোট। তাই এদিন পঞ্চসায়র এলাকায় প্রচারে বার হয় রিংকুদেবী। জানা যাচ্ছে, বিজেপি কর্মী-সমর্থকদের শহিদ কলোনিতে ঢোকার মুখে গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। ঘটনা স্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। প্রচারে বাঁধা পাওয়ায় বিজেপি কর্মীরা গার্ডরেল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। তাখনই পুলিশের সাথে বচসা বাঁধে তাদের (Police & BJP Workers Clash) ।

Rinku Naskar Join BJP - 'এখন আবার নীতি-আদর্শ কী?' দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপিতে যোগ বাম নেত্রীর! | Eisamay - Eisamay

বিজেপির অভিযোগ, পঞ্চসায়র এলাকায় তাদের সংগঠন মজুবত। তাই সেখানে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে। এমনকি তারা এও অভিযোগ করে, একেকদলের একেকজনের জন্য আলাদা আলাদা নিয়ম দেখাচ্ছে পুলিশ। তৃণমূল (TMC) কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার চালালে তাতে দোষ নেই।

তবে পুলিশ সুত্র মারফত জানা যাচ্ছে, ওই এলাকায় ৫ জনের বেশি কাউকে ঢুকতে অনুমতি না দেওয়ায় এহেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীদের এতজনের প্রবেশে বাঁধা দেওয়া হলে, তারা তা শুনতে রাজি হয়নি। তারপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশ ও বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে পুলিশের তরফে জানানো হয়।

সম্পর্কিত খবর