রাজ্যগুলির থেকে হিসেব চাইল বিজেপির শীর্ষ নেতৃত্ব

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির ( BJP) শীর্ষ নেতৃত্ব তাদের সব রাজ্য নেতৃত্বের কাছ থেকে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ( migrant labours) কত সাহায্য করা হয়েছে তার হিসেব চাইল। জানা যাচ্ছে, প্রতি রাজ্যের কর্মীদের কাজের মূল্যায়ন করার জন্যই এই রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর আগামী ৭ দিনে রাজ্য গুলিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এই রিপোর্টে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। যেমন, কত জন পরিযায়ী শ্রমিককে খাবার বিতরন করা হয়েছে। কত জনকে রেশন দেওয়া হয়েছে। বিতরণ করা মাস্ক বা ফেস শিল্ডের তথ্য ও জানতে চাওয়া হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বিজেপি কর্মীদের P.M care ( করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি ফান্ড) এ দান করার অনুরোধ করেছেন। শীর্ষ নেতৃত্ব এই ফান্ডে কতজন কর্মী দান করেছেন তার হিসেব ও চেয়েছেন। পাশাপাশি কতজন আরোগ্য সেতু ডাউনলোড করেছেন তার হিসেব ও চেয়েছে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব।

করোনা লকডাউনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দেশের বেশীরভাগ পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কয়েকশ কিলোমিটার পাড়ি দেওয়ার এই পরিস্থিতি নিয়ে জোর বিরোধিতা করেছেন বিপক্ষ দলের নেতা নেত্রীরা। যার ফলে বিজেপিও কর্মীদের পরিযায়ীদের পাশে থাকতে নির্দেশ দেয়। সেই নির্দেশ কতটা পালন হয়েছে তারই হিসেব চাইল নেতৃত্ব।

সম্পর্কিত খবর