মমতা বঙ্গ সন্মানকে টেক্কা দিলো বিজেপি,তৈরি হলো শ্যামাপ্রসাদ বঙ্গীয় সন্মান

বাংলা হান্ট ডেস্ক : রাজনৈতিক ময়দানে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি, তবে শুধুমাত্র রাজ্য রাজনৈতিক ক্ষেত্রেই নয় সংস্কৃতি ক্ষেত্রেও মমতা সরকারকে পিছনে ফেলতে মরিয়া বিজেপি৷ তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ সম্মানকে টেক্কা দিতে টলিউডের কলাকুশলীদের সম্মান জানাতে শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মানের আয়োজন করল গেরুয়া শিবির৷ শনিবার সল্টলেকের ইজেডসিসি অডিটোরিয়ামে শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷

যেখানে যাত্রা থেকে নাটক এবং ছোট ও বড় পর্দার বিভিন্ন সেগমেন্টে বাছাই করা অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার দেওয়া হবে৷ এ দিন অনুষ্ঠান মঞ্চে হাজির থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র৷ এর আগে সেরা পুজোর সম্মান দিয়েছে বিজেপি তার পর শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মান৷

   

উল্লেখ চলতি বছর শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে শারদ সম্মানের আয়োজন করা হয়, কলকাতার 130 তেই বারোয়ারির মধ্যে সেরা পুজো কমিটিকে দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ পুজোর সেরা সম্মান৷ বঙ্গীয় মাতৃভূমি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন পুরস্কার তুলে দিয়েছে৷ আসলে একের পর এক নানা ভাবে তৃণমূলকে দাঁও মারতে মরিয়া বিজেপি৷

সম্পর্কিত খবর