গুয়াহাটি পুরভোটে জয়জয়কার বিজেপির, ৬০ টি ওয়ার্ডের মধ্যে ৫৮ টিতে জিতেছে বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : অসমে পুরসভায় নিরঙ্কুশ ভাবেই ফুটল পদ্ম। রবিবার গুয়াহাটি পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেল ৬০ টি ওয়ার্ডের মধ্যে ৫৮টিই গিয়েছে বিজেপি (BJP- Bharatiya Janata Party) এবং মিত্র দল অসম গণ পরিষদের দখলে।এই ৫৮ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫২ টি ওয়ার্ডের দখল। পাশাপাশি তাদের জোটসঙ্গী অসম গণ পরিষদের দখলে ৬টি ওয়ার্ড। এর মাস খানেই আগেই অসম পুরবোর্ডের নির্বাচনেও জয়লাভ করে সে রাজ্যের শাসক দল।

   

গুয়াহাটি পুরসভা নির্বাচনের ফলাফল যে বেশ চমকপ্রদই হয়েছে তা বলা বাহুল্য। কংগ্রেস অসমের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও গুয়াহাটির পুরসভায় খাতাই খুলতে পারেনি তারা। কিন্তু কড়া টক্কর দিয়ে সে রাজ্যে শিকে ছিঁড়েছে আম আদমি পার্টি। গুয়াহাটি পুরসভার একটি আসন তাদের দখলে। অন্যদিকে অপর আর একটি আসনে জয়ী হয়েছে অসম জাতীয় পার্টি।

এই প্রসঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ট্যুইট করে বলেন, ‘আমি গুয়াহাটির জনগণের কাছে আমার বিনম্র আনুগত্য ও শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি গুয়াহাটি পুরসভা নির্বাচনে বিজেপি এবং তার মিত্রদের ঐতিহাসিক জয় উপহার দেওয়ার জন্য। এই বিশাল জয়ে একথা প্রমাণিত যে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় আমাদের উন্নয়ন যাত্রায় তাদের বিশ্বাসকে পুনরায় নিশ্চিত করেছেন।’

অন্যদিকে অসমে তাদের এই জয়কে বড় হিসেবেই দেখছে আম আদমি পার্টি। সে রাজ্যের আম আদমি পার্টির রাজ্য সভাপতি ভবেন চৌধুরীর দাবি, ‘“আমরা একটি আসন জিতেছি। এটি আমাদের জন্য একটি বড় বিষয় কারণ গুয়াহাটির লোকেরা দেখিয়ে দিয়েছেন যে তাঁরা যারা কাজ করে তাদের মূল্য দেন। আমরা এর আগে তিনসুকিয়া এবং লখিমপুর পৌরসভা নির্বাচনে একটি করে ওয়ার্ড জিতেছি। অসমে আম আদমি পার্টির জন্য এটি একটি ভালরকম উন্নতি।’

যদিও নিজেদের এহেন ভরাডুবির পিছনে দলের অপারগতাতে বড় করে দেখতে নারাজ কংগ্রেস। অসমে কংগ্রেসের প্রধান ভূপেন কুমার বোরার সাফাই, ‘আমি স্বীকার করছি এই নির্বাচনে আমরা খারাপ ফল করেছি। আমার মনে হয় গুয়াহাটির বাসিন্দারা বিজেপিকে শেষ সুযোগ দিয়েছে ভালো কিছু করার। গুয়াহাটির দুটি প্রধান সমস্যা হল কৃত্রিম বন্যা এবং পানীয় জলের অভাব। আমি আশা করি বিজেপি উভয়ই সমাধান করতে সক্ষম হবে।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর