৭০ বছর ধরে গণতন্ত্র গড়েছিল কংগ্রেস, ৮ বছরেই ভেঙে দিল বিজেপি! তোপ রাহুল গান্ধীর

বাংলাহান্ট ডেস্ক : মূল্যবৃদ্ধি ও বেকারত্বকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মোদি সরকার (Modi Government)। এই বিষয়কে নিয়ে এবার বড় রকমের আন্দোলনে নামার পরিকল্পনা করেছে কংগ্রেস (Congress)। তার আগে সাংবাদিক সম্মেলন করে বিজেপি সরকারকে (BJP Government) তুলোধোনা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বললেন, ‘আজ দেশে কোনো গণতন্ত্রই নেই। ৭০ বছর ধরে কংগ্রেস যে গণতন্ত্রের (Democracy) প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্রকে মোদি সরকার মাত্র ৮ বছরেই শিকেয় তুলে দিয়েছে।’

   

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেন, ‘এখন দেশে চার ধরনের মানুষের রাজত্ব চলে। আমরা মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে কথা বলতে চাই, কিন্তু আমাদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। সংসদে আমাদের কথা বলার অধিকারটাই ছিনিয়ে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, কংগ্রেস আমলে কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষ হয়ে কাজ করত। কিন্তু এখন মোদি সরকার সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে নিজের কবজায় নিয়ে নিয়েছে।

বিজেপি সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়ে রাহুল বলেন, ‘যত সত্য বলবো আমার উপর তত আক্রমণ হবে। কিন্তু আমি আমার কাজ করেই যাবো। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলব। বেকারত্বের উপর কথা বলব। সরকারের বিরুদ্ধে যত কথা বলব ততই আমার উপর আক্রমণ হবে। যারাই সরকারের বিরুদ্ধে কড়া কথা বলে তাদেরই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়। মানুষ এখন বুঝতে পারছে না। কিন্তু একটা সময় ঠিক বুঝবে।’

বিজেপি গান্ধী পরিবারকে আক্রমণ কেন করে? রাহুলের মতে গান্ধী পরিবার একটা আদর্শকে সামনে রেখে চলে। তিনি বলেন যখন দেশে হিন্দু-মুসলমানকে বিভক্ত করা হয়, তখন আমার যন্ত্রণা হয়। যখন মহিলাদের সঙ্গে অত্যাচার হয় তখন আমারও কষ্ট হয়।’ তিনি বলেন তাঁর লড়াই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তাঁর পরিবারের মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছে একথাও মনে করিয়ে দেন রাহুল গান্ধী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর