এই রাজ্যে বিপাকে বিজেপির সরকার! তিন বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস নিয়ে উত্তাল দেশ। আর এর মাঝেই মণিপুরে  (Manipur) বিজেপি (BJP) থেকে কংগ্রেসের যোগ দিয়েছেন ডেপুটি সিএম-সহ তিনজন। এ ছাড়াও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ওয়াই জাকাকুমার সিং পদত্যাগ করেছেন। আরও তিন মন্ত্রীও তার সাথে পদত্যাগ করেছেন। এছাড়াও, তৃণমূলের একজন বিধায়ক এবং একটি স্বতন্ত্র বিধায়ক সরকারের কাছ থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছেন। মনিপুরে বিজেপির জোট সরকার আছে আর যারা এখন পুরোপুরি চাপে পড়ে যাচ্ছে। প্রবল চাপের মুখে মোদী-অমিত শাহরা।

জানা গিয়েছে, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া তিন বিধায়কদের নাম হল- এস সুভাষ চন্দ্র সিংহ, টিটি হওকিপ এবং স্যামুয়েল জেন্ডাই। এনারা ছাড়াও ডেপুটি সিএম ওয়াই জয়কুমার সিং, মন্ত্রী এন কাইসি, মন্ত্রী এল জয়ন্ত কুমার সিং এবং লেটপাও হওকিপ জাতীয় পিপলস পার্টি (এনপিপি) থেকে পদত্যাগ করেছেন। তাঁর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিধায়ক টি রবীন্দ্ররো সিং এবং স্বতন্ত্র বিধায়ক শাহাবুদ্দিন সরকার সমর্থন প্রত্যাহার করেছেন।

এন বীরেন সিং এখনই মণিপুরের মুখ্যমন্ত্রী। বুধবার, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক এবং মন্ত্রীর পদ থেকে পদত্যাগকারী মন্ত্রীরা কংগ্রেসকে সমর্থন করার কথা বলেছেন। এমন পরিস্থিতিতে রাজ্যে যে কোনও সময় রাষ্ট্রপতির শাসন জারি করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

উত্তরের সে রাজ্যে বিজেপি জোটের শরিকরা সমর্থন ছাড়ছে। ইতিমধ্যে বিজেপির তিন বিধায়ক দল ছেড়েছে। তাঁরা যোগ দিয়েছে কংগ্রেসে। এনপিপি বিধায়করাও একের পর এক দল ছাড়ছেন। মুখ্যমন্ত্রী হতে পারেন গত বিধানসভায় একক গরিষ্ঠতা পাওয়া কংগ্রেসের ইবোবি সিং। তাৎপর্য ঘটনা, একমাত্র টি এম সি বিধায়কের অবস্থান।

সম্পর্কিত খবর