রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না বিজেপি, কারণ জানালেন শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগেই রাজ্যসভার পদ এবং তৃণমূলে (All India Trinamool Congress) সদস্যতা ছেড়েছিলেন দীনেশ ত্রিবেদী। এরপর তিনি বিজেপিতে যোগ দেন। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া সেই আসনে আগামী মাসেই নির্বাচন হতে চলেছে। আর সেই পদে তৃণমূলের তরফ থেকে প্রসার ভারতীর প্রাক্তন আধিকারিক জহর সরকারকে প্রার্থী করা হয়েছে। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল যে, বিজেপিও রাজ্যসভায় প্রার্থী দেবে। তবে সেই গুঞ্জনে আপাতত ইতি টানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

   

শুভেন্দু অধিকারী বুধবার স্পষ্ট জানিয়ে দেন যে, বিজেপি রাজ্যসভার আসনে প্রার্থী দেবে না। শুভেন্দুবাবু জানান, শাসক দলের সঙ্গে তাঁদের অনেক ফারাক রয়েছে। বিধানসভায় শক্তি কম হওয়ার কারণেই প্রার্থী দেবেনা বিজেপি। আরেকদিকে, আজকেই জহর সরকার তৃণমূলে হয়ে নিজের মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল যে বিজেপি রাজ্যসভায় হার নিশ্চিত জেনেও প্রার্থী দেবে। কারণ গেরুয়া শিবির এটা দেখতে চায় যে, দলত্যাগি মুকুল রায় কাকে ভোট দেন? বিজেপির হুইপ উপেক্ষা করে মুকুলবাবু যদি তৃণমূলে ভোট দিতেন, তবে বিজেপির তরফ থেকে তাঁর বিরুদ্ধে দলত্যাগি আইন কার্যকর করতে সুবিধা হত। কিন্তু বিজেপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের পর বিনা প্রতিদ্বন্দ্বীতায় জহর সরকার রাজ্যসভায় যেতে চলেছেন।

বরাবরই মোদী বিরোধী বলে পরিচিত প্রাক্তন আইএএস আধিকারিক জহর সরকার। কিছুদিন আগে নিতা আম্বানির সঙ্গে নরেন্দ্র মোদীর একটি ফটোশপ করা ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে চর্চায় উঠে এসেছিলেন তিনি। আর এখন ওনাকে তৃণমূলের তরফ থেকে রাজ্যসভার প্রার্থী করা হয়েছে। তৃণমূলের এই পদক্ষেপে এটা স্পষ্ট যে, লোকসভা হোক আর রাজ্যসভা বিজেপি কোনও মতে জমি ছাড়বে না তাঁরা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর