ব্রেকিংঃ হরিয়ানায় বিজেপি-জেজেপি জোটের ঘোষণা, আগামী কাল রাজ্যপালের সাথে দেখা করবেন নেতারা

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানায় সরকার গড়ার জন্য ভারতীয় জনতা পার্টি (BJP) আর জননায়ক জনতা পার্টি (JJP) এর জোট ফাইনাল হয়ে গেলো। সুত্র অনুযায়ী, জেজেপি-কে দুটি ক্যাবিনেট মন্ত্রী আর একটি রাজ্যমন্ত্রীর পদ দেওয়া হবে। আরেকদিকে JJP কে উপমুখ্যমন্ত্রী দেওয়া হবে কি না, সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাওয়া তথ্য অনুযায়ী, শেষ সিদ্ধান্ত বিজেপির সভাপতি অমিত শাহ নেবেন।

সুত্র অনুযায়ী, বৈঠকে ইসশতেহারের প্রতিশ্রুতি পালন করার জন্য বিজেপি প্রস্তুত হয়ে গেছে। JJP এর ইশতেহারে বেকারত্ব দূর করা, আর হরিয়ানায় ৭৫ শতাংশ চাকরি লোকালদের দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়াও দলের নেতৃত্ব বয়স্কদের পেনশন। ক্রোনিক অসুস্থতা আর ক্যান্সার পীড়িতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য সহমতি জানিয়েছে। এছাড়াও ইশতেহারে মহিলা সশক্তিকরণে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

বিজেপির সুত্র অনুযায়ী, JJP এর সাথে জোট করার প্রধান কারণ হল, দিল্লীতে থাকা ২৫ লক্ষ জাট ভোটার, আজ্রা দিল্লী বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিকে পালটে দিতে বড় ভূমিকা পালন করবে। হরিয়ানা বিজেপির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শোনা যাচ্ছিল যে, জোট ফাইনাল হলে JJP আর বিজেপির নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সাথে বৈঠক করবেন।

JJP এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজের আহমেদাবাদ সফর ছেড়ে দিল্লী ফেরত আসেন। সুত্র অনুযায়ী, দলের নেতাদের সাথে বৈঠকে JJP আর বিজেপি সব প্রস্তাবেই সহমতি জাহির করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর