দিল্লীতে কেজরীবালকে সমর্থন মমতার, বিজেপির কটাক্ষ নিজেদের হাসির পাত্র বানানো বন্ধ করুক তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী নির্বাচনে (Delhi Election) তৃণমূল কংগ্রেস (TMC) দ্বারা শাসক দল আম আদমি পার্টিকে (AAP) সমর্থন করা নিয়ে বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় (kailash vijayvargiya) কড়া প্রতিক্রিয়া দেন। উনি বলেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নিজেদের ক্ষমতা হারানো আর অস্তিত্ব সঙ্কটে ভুগছে। আর তাঁরা দিল্লীতে এসে আম আদমি পার্টিকে সমর্থন করছে।

মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ৮ই ফেব্রুয়ারি হওয়া দিল্লীর নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করছে। দলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বৃহস্পতিবার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সমেত সমস্ত আপ পার্থির সমর্থনে একটি ভিডিও আপলোড করেছে।

বিজয়বর্গীয় বলেন, ‘তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দ্রুত নিজেদের শক্তি হারাচ্ছে, আর ওঁরা দিল্লীতে আপ-কে সমর্থন করছে।” তৃণমূলের দিল্লীতে কোন অস্তিত্বই নেই বলে কটাক্ষ করেন বিজেপির নেতা। উনি বলেন, এই ইস্যুতে আমরা যত কম বলব তত ভালো। তৃণমূলের উচিৎ তাঁরা নিজেদের হাসির পাত্র বানানো বন্ধ করা।

আপনাদের জানিয়ে রাখি, মমতা ব্যানার্জী আর অরবিন্দ কেজরীবালের মধ্যে অনেক আগে থেকেই সুসম্পর্ক রয়েছে। দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরীবাল লোকসভার নির্বাচনে মমতা ব্যানার্জীকে পশ্চিমবঙ্গে সমর্থন করেছিলেন। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ইস্যুতেও উনি মমতা ব্যানার্জীর পাশে দাঁড়িয়েছিলেন। মমতা ব্যানার্জীর নানান ইস্যুতে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের পাশে দাঁড়িয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর