‘হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে মিলবে OBC মর্যাদা’! ‘প্রমাণ’ সামনে এনে মমতা সরকারকে কড়া আক্রমণ অমিত মালব্যর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওবিসি ইস্যু (OBC Certificate) নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় মেনে নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা করা হয়। এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। তাঁর দাবি, প্রকাশ্যেই ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে!

‘প্রমাণ’ সহ সরব মালব্য (Amit Malviya)!

বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন পদ্ম নেতা। সেখানে রাজ্যের ওবিসি তালিকার একটি অংশ তুলে ধরেন তিনি। সেখানে ১৭ নম্বর পয়েন্ট হাইলাইট করা ছিল।

এই ছবি শেয়ার করে মালব্য লেখেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সামাজিক অন্তর্ভুক্তি’র ধারণা- যেখানে প্রকাশ্যেই ধর্মান্তরে উৎসাহ প্রদান করা হচ্ছে’!

ওবিসি বি তালিকার ১৭ নম্বর পয়েন্ট লক্ষ্য করতে বলেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান। সেখানে লেখা রয়েছে, ‘খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে ওবিসি হিসেবে গণ্য হবেন। তাঁদের বংশধররাও একই সুবিধা পাবেন’।

আরও পড়ুনঃ হামলার সম্ভাবনা? কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিধানসভায় ঢোকার অনুমতি চান শুভেন্দু, কী বলল হাইকোর্ট?

অমিত লেখেন, ‘এখন তাহলে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে ওবিসি মর্যাদা ও আজীবন সংরক্ষণের সুবিধার মাধ্যমে পুরস্কৃত করা হচ্ছে! একটি বিপজ্জনক নজির! ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য সামাজিক ন্যায়বিচারের স্পষ্ট অপব্যবহার’।

BJP IT cell head Amit Malviya slams Government of West Bengal

উল্লেখ্য, ওবিসি ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে তরজা চলছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নয়া বিধি তৈরি করা নিয়ে আলোচনা হয়। তালিকায় নতুন করে আরও ৭৬টি জাতি যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য (Government of West Bengal)।

এই নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেছে বেছে হিন্দুদের একাধিক জাতিকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ আনেন তিনি। এবার তোপ দাগলেন অমিত মালব্য (Amit Malviya)। খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে ওবিসি হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।