নকশালদের ট্র্যাক্টর সরবরাহ করার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা সহ আরও দুই

বাংলাহান্ট ডেস্কঃ নকশালদের (Naxalite) সাহায্য করছে স্থানীয় বিজেপি (Bharatiya Janata Party) নেতা। এই অভিযোগকে ঘিরে ছত্তিশগড়ের দান্তেওয়াদায় বিজেপি নেতা সহ আরও দুজনকে গ্রেপ্তার করল স্থানীয় পুলিশ প্রশাসন। নকশালদের ট্রাক্টর সরবরাহ করার অভিযোগে গ্রেপ্তার হন বিজেপির জেলা সহ-সভাপতি জগৎ পুজারি। সেই সঙ্গে গ্রেপ্তার হলেন আরও দুই।

গত ১০ বছর ধরে চলছে যোগাযোগ
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ বছর ধরে তারা মাওবাদীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের জোগান দিয়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশবাহিনী ইন্দ্রবতী অঞ্চল কমিটিতে সক্রিয় অজয় ​​আলমী জানামিলিসিয়া কমান্ডারকে ট্র্যাক্টর সরবরাহের সময় তাঁদের হাতেনাহাতে গ্রেপ্তার করে।

maobadi

পুলিশের সাথে চলে গুলির লড়াই
গত মার্চ মাসে ছত্তিশগড়ের সুকমা জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে ১৭ জন নিহত হন। সম্প্রতি ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর হাতে চারজন মাওবাদী নিহত হন। ছত্তিশগড়ের নকশাল-প্রভাবিত এলাকা রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই বাঁধে মাওবাদীদের। গুলির লড়াইয়ে প্রাণ হারায় দুই মাও মহিলা সহ চারজন। এই গুলি বর্ষণে একজন পুলিশ উপ-পরিদর্শকও নিহত হন।

নিহত হন পুলিশ কর্তাও
এই প্রসঙ্গ উত্থাপন করে দুর্গ অঞ্চলের পুলিশ মহাপরিদর্শক বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, রাজনন্দগাঁও জেলার মানপুর থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে দুই মহিলা সহ চার মাওবাদী নিহত হয়েছেন। অপরদিকে এই ঘটনায় মদনওয়াদা থানার ইনচার্জ ও পুলিশ উপ-পরিদর্শক শ্যাম কিশোর শর্মাও নিজের প্রাণ বলি দিয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর