জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে কোমর বেঁধে নামছে বিজেপি, ১৪ই আগস্ট আসতে পারে বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় (Ashwini Upadhyay) জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে (Population Control Act) সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন অনেক আগেই। আর সেটা নিয়ে আগামী ১৪ ই আগস্ট শুনানি হবে। আর এরমধ্যে উনি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের দাবি তুলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি  লিখলেন। চিঠিতে উনি লেখেন, বত্মান সময়ে জনসংখ্যা বিস্ফোরণ ভারতের জন্য বোমা বিস্ফোরণের থেকেও বেশি বিপদজনক। জনসংখ্যা বৃদ্ধি রুখতেই হবে। উনি সিভিল কোড লাগু করার দাবি করেন।

jp nadda agencies

উপাধ্যায় লেখেন, ‘ আদরণীয় জগত প্রকাশ নাড্ডা জি, আমি আপনার ধ্যান দেশের ৫০% সমস্যার মূল কারণ জনসংখ্যা বিস্ফোরণের দিকে আকৃষ্ট করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রী জি জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে এর আগেই চিন্তা জাহির করেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের দাবি করা আমার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে এ বছরের ১০ই জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রালয় আর আইন মন্ত্রালয়কে নোটিশ জারি করেছিল। আর এই মামলার আগামী শুনানি ১৪ই আগস্ট।”

Ashwini Upadhyay

উনি লেখেন, সিভিল কোড অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন লাগু করা ছাড়া স্বচ্ছ ভারত, সুস্থ ভারত, স্বাক্ষর ভারত, সম্পন্ন ভারত, সমৃদ্ধ ভারত, সবল ভারত, শক্তিশালী ভারত, সুরক্ষিত ভারত, স্বাবলম্বী ভারত, সংবেদশীল ভারত তথা দুর্নীতি এবং অপরাধ মুক্ত ভারত বানানো মুশকিলই না, একদম অসম্ভব। রামরাজ্য আবারও প্রতিষ্ঠা করা আর ভারতকে বিশ্বগুরু বানানো জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন লাগু না করলে হবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর