গুলি করে মারবো- দিলীপের সমালোচনায় বিজেপি নেতা বাবুল সুপ্রিয়

বাংলা হান্ট ডেস্কঃ  বিজেপি দলের অন্দরে কোন্দল লাগল বলে । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনায় বিরোধী দল নয়, নিজের দলেরই আরেক নেতা ওরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন সরকারি সম্পত্তি নষ্ট আটকাতে ওই ঘটনায় জড়িতদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও এই ধরণের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এমন মন্তব্যের পর বিতর্কে জড়িয়েছেন দিলীপ ।

dilip babul

নারগিকত্ব আইনের বিরোধিতায় রেলের সম্পত্তি নষ্ট করার জন্য় মুখ্যমন্ত্রী কেন লাঠিচার্জ কিংবা গুলি চালানো আদেশ দেননি সে নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ ।

প্রসঙ্গত, যোগী রাজ্যে এহেন ঘটনার জন্য গুলি করে মারা হয়েছে, অর্থাত্ সরকারের সম্পত্তি যারা নষ্ট করছে তাদের গুলি করে মারা উচিত । এই মন্তব্যে প্রতিক্রিয়ায় বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, ‘দিলীপ দা যা বলেছেন, তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’কেন্দ্রীয় মন্ত্রী আরও টুইট করেন, দিলীপ ঘোষ যা বলেছেন, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই ।

বাবুল বলেছেন, গুলি চালানোর বিষয়টি সম্পূর্ণ দিলীপ ঘোষের নিজের মত । অসম কিংবা উত্তরপ্রদেশ সরকার কখনই কোনও উদ্দেসে বিজেপি চালায়নি । অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতা পরিচয় দিয়েছেন দিলীপ ঘোষ এমন মন্তব্য করে ।

এদিকে দিলাপের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিরোধী দলের নেতারা । বিজেপি নেতার বিরুদ্ধে জনগনকে দমন করার বিষয়ে হুমকি দেওয়ার অভিযোগহ তুলেছেন কংগ্রেস নেতা দীনেশ কুণ্ডু রাও । অর্থাত্ দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিরোধীদের মধ্যে তো সমালোচনার ঝড় উঠেইছে, এদিকে দলের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বলা বাহুল্য ।

সম্পর্কিত খবর