টিকটকে অ্যাসিড অ্যাটাকের প্রচার, ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতা

বাংলাহান্ট ডেস্ক: টিকটকে (tiktok) অ্যাসিড অ্যাটাকের (acid attack) প্রচার করে ভিডিও বানাচ্ছেন, এই অভিযোগে প্রখ‍্যাত টিকটকার ফয়জল সিদ্দিকির (faizal siddiqui) বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। টিকটকের মতো জনপ্রিয় একটি সোশ‍্যাল।মিডিয়া প্ল‍্যাটফর্মে অ্যাসিড অ্যাটাকের মতো ঘৃণ‍্য অপরাধের প্রচার করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ফয়জলের বিরুদ্ধে।

Faizal Siddiqui 2

বিষয়টি প্রকাশ‍্যে আনেন বিজেপি নেতা তাজিন্দর সিং বাগ্গা (tajinder singh bagga)। ফয়জলের ভিডিওটিতে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মাকে ট‍্যাগ করে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ করেন তিনি। রেখা জানান, এই বিষয়টা নিয়ে তিনি পুলিস ও টিকটক কর্তৃপক্ষ উভয়কেই লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
তিনি আরও জানান, টিকটক থেকে ভিডিওটিকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু মহিলা কমিশন টিকটকের পক্ষ থেকে লিখিত জবাবের অপেক্ষায় রয়েছে। রেখার বক্তব‍্য, অ্যাসিড অ্যাটাক প্রচার করার মতো ঘৃণ‍্য কাজ কখনওই বরদাস্ত করা হবে না। পুলিসের উচিত ফয়জল সিদ্দিকিকে গ্রেফতার করা।

অপরদিকে অভিষেক রাজপুত নামে এক আইনজীবীও ফয়জলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নিজের টুইটার হ‍্যান্ডেলে বিষয়টি প্রকাশ‍্যে আনতেই দাবি ওঠে ভিডিওটির মেয়েটির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হোক। সমবেত দাবিতে ওই আইনজীবী মেয়েটির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন।

প্রসঙ্গত, উল্লেখ‍্য ভিডিওতে দেখা গিয়েছে ফয়জল মেয়েটির মুখে কোনও একটি তরল ছুঁড়ে দিচ্ছে আর তাতে পুড়ে যাচ্ছে মেয়েটির মুখ। ভিডিওটি পোস্ট করতেই অভিযোগ ওঠে মহিলাদের ওপর অ্যাসিড অ্যাটাকের প্রচার করছেন ফয়জল। উল্লেখ‍্য, ফয়জল সিদ্দিকি প্রখ‍্যাত টিকটক তারকা আমির সিদ্দিকির ভাই ও নবাব টিমের সদস‍্য।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর