চাঁদ থেকে পাকিস্তানের ওপর পরমাণু বোমা মারা হবে, চরম হুঁশিয়ারি বিজেপি নেতার

 

বাংলা হান্ট ডেস্ক : চন্দ্রযান টু এর বিক্রম নামতে পারেনি ঠিকই কিন্তু ভারত যে তার জলজ্যান্ত সফলতার হাতে পেয়েছে তা বিশ্ব স্বীকার করে নিয়েছে। আর এবার চন্দ্রযান নিয়ে কোন নতুন অভিযানের কথা ঘোষণা করেননি। সোজাসুজি চাঁদ থেকেই পরমাণু বোমা আক্রমণের কথা বললেন এই মন্ত্রী। আসলে পাকিস্তান বারবার এই পরমাণু বোমা মারার হুমকি দেয় ভারতকে ভারত ও তার থেকে কিছু কম যায় না।

পাকিস্তানকে দুমড়ে-মুচড়ে দেবার মত যথেষ্ট শক্তি রয়েছে ভারতের অস্ত্রাগারে। ইমরান খান তাদের ভান্ডারের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলোর কাছে হাত পাতলে ও মুষ্টিমেয় কিছু সংখ্যক অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে ফোঁসফোঁস করতে থাকে। আর তারই উত্তর দিতে গিয়ে দিনপাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। পৃথিবী থেকে নয়, বরং চাঁদ থেকে পরমাণু বোমা ফেলে তাদের ধ্বংস করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাইমঙ্গলবার (১৫ অক্টোবর) বিহারের সমস্তিপুরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় এ হুমকি দেন তিনি।মন্ত্রী নিত্যানন্দ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত চাঁদে পৌঁছেছে। কিন্তু কংগ্রেস ৭০ বছর ধরে দারিদ্র্য দূরীকরণের স্লোগান দিয়েছিল। দারিদ্র্য দূর হয়েছে কী?’ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা কেন্দ্রীয় মোদি সরকারের এক বিপ্লবী ও ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ ৩৭০ ধারা দেশের জন্য এক কলঙ্ক হিসেবে ছিল। এর ফলে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ত্রাসীরা নিহত হচ্ছে।”

সম্পর্কিত খবর