পুরভোট নিয়ে সক্রিয় বিজেপি,CAA এর সমর্থনে প্রচার চালালেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ

বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন পুরোভোটের নির্বাচনে (election) নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তৎপর সকলে। যে যার নিজেদের মতো করে প্রচার কার্য করে চলেছে। এপ্রিলেই হতে চলেছে কলকাতা পুরসভা এবং আরও ১০৭টি পুরসভায় নির্বাচন। তবে নির্বাচনের সঠিক দিন এখনও নির্ধারিত হয়নি। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। বিভিন্ন দলের সদস্যরা বিভিন্ন রকম দলীয় কর্মসূচী গ্রহণ করছে। চলছে প্রার্থী বাছায়ের কাজও। দলের সদস্যরা যে যার নিজের মতো করে দলের হয়ে প্রচার কাজ করে চলেছেন।

BJP 13

নির্বাচনের প্রাক্কালে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য মাঠে নেমে পড়েছে গেরুয়া বাহিনী। চালাচ্ছে তাঁদের প্রচার কাজ। লোকসভা নির্বাচনে ১৮ টি আসন দখলের পর, তাঁদের লক্ষ্য এ রাজ্যে (West Bengal) তাঁদের বিস্তার লাভ ঘটানো। এই পরিস্থিতিতে প্রচার কাজ চালাতে সরাসরি মাঠে নেমে পড়লেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ (Sujata Khan)। শুক্রবার বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডে সিএএ- র সমর্থনে প্রচারাভিযান চালালেন।

এদিন সকালে প্রচার কাজ চালাতে গিয়ে বিজেপির (BJP) কর্মসূচী নিয়ে তৈরি করা এক লিফলেট বিলি করতে দেখা যায় তাঁকে। এমনকি রাস্তায় নেমে সাধারণ মানুষকে বোঝালেন সিএএ বিষয়ে। তিনি বললেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন কিন্তু আগে থাকতেই ছিল। কংগ্রেস সরকার তাঁদের ভোট ব্যাংকের সার্থে কিন্তু সেটা এতদিন করতে দেয়নি। যেমন এখন তৃণমূল (TMC) সরকার করতে দিচ্ছে না। তৃণমূল সরকার এখন তাঁদের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে। দেশ থেকে তাড়িয়ে দেওয়া, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া এসব ভুল তথ্য ছড়াচ্ছে তৃণমূলের সদস্যরা। এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য’।

তিনি আরও বলেন, ‘আজকে যদি আমি অন্য দেশে থাকতে যাই, তাঁরা যেমন আমাকে তাঁদের দেশে রাখবে না। তেমনই ভারত সরকারও চাইছে অন্যদেশ যারা আসছে, তাঁদের আটকাতে। আজকে যদি বাংলাদেশ, পাকিস্থান, আফগানিস্তান থেকে সংখ্যালঘুরা ভারতে এসে থাকতে চায়, তাহলে তাঁদের কেন আসতে দেওয়া হবে। তাঁদের থাকতে দিলে তো এদেশের নাগরিকরা থাকার জায়গা পাবে না, তাঁরা মারা পড়বে। এই পদ্ধতিটাই হচ্ছে CAA’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর