‘আপনি কী BJP-র রাজ্য সভাপতি হচ্ছেন?’ উত্তরে যা বললেন শুভেন্দু…’থ’ সকলে

বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহেই দু বার জরুরি বৈঠক করতে রাজধানী ছুটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের বিধায়ক বলেছিলেন, ‘প্রয়োজনীয় কাজে দিল্লি যাচ্ছি।’ লোকসভা ভোটের আগে বারংবার বিরোধী দলনেতার দিল্লি সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

বর্তমানে পাখির চোখ ২৪ লোকসভা নির্বাচন। ২০২০ সালে নিজের গড়েই অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের একসময়ের প্রথম সারির সৈনিক শুভেন্দু অধিকারী। তারপর থেকে প্রায় তিন বছর হতে চললো। গতবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় তাকে বিরোধী দলনেতা পদে বসানো হয়। দিন দিন ক্রমেই জনপ্রিয়তা, সক্রিয়তা বাড়ছে শুভেন্দুর।

   

suvendu

গত সপ্তাহে বিজেপিরই একটি সূত্র মারফত জানা গিয়েছিল , লোকসভা ভোটের আগেই শুভেন্দু অধিকারীকে এবার রাজ্য বিজেপির সভাপতি (State President Post) পদে বসাতে পারেন জেপি নাড্ডারা। পাশাপাশি বিরোধী দলনেতার পদ তো রয়েছেই। তাহলে এমনটাও হতে পারে যে আপাতত একই সাথে রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা এই দুই পদেই থাকতে পারেন শুভেন্দু। তবে এই সবটাই ছিল ওড়া খবর।

আজ রবিবার নন্দীগ্রামে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সহ একাধিক বিষয় নিয়ে চাঁচাছোলা মন্তব্য করেন বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলীয় পদ নিয়েও মুখ খুললেন শুভেন্দু।

‘সুত্র মারফত খবর আপনি বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন। এনিয়ে কী বলবেন?’ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “যেখান থেকে জেনেছেন, সেখান থেকেই জানুন। আপনাদের সুত্রকেই জিজ্ঞেস করুন। আমি এসব নিয়ে বলি না। আমি এসব নিয়ে ইন্টারেস্টও নই। আমি আমার কাজ করি।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর