বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। পশ্চিমমেদিনীপুরে চাপ বাড়লো বিজেপির

বাংলাহান্ট,পশ্চিম মেদিনীপুর :- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পিংলা ব্লকের ৭০০ জন | শনিবার পিংলার গোবর্ধনপুর গ্রামে এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র | উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি , জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী , পিংলা ব্লক সভাপতি অজিত ভৌমিক |

২০১৬ সালের বিধানসভা ভোটে পিংলা থেকে জয়ী হন সৌমেন মহাপাত্র মন্ত্রী হন | ২০১৯ সালের লোকসভা ভোটে ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী অভিনেতা দেব জয়ী হলেও পিংলা বিধাসনসভা এলাকায় ৯ হাজার ভোটে পিছিয়ে থাকে তৃণমূল | এরপরই ঘর গোছাতে শুরু করে বিজেপি | সংগঠন বাড়াতে থাকে | তৃণমূল কর্মী সমর্থকরাও একে একে বিজেপিতে ভিড়তে থাকেন | এদিনের সভায় রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন , ধীরে ধীরে মোঃ ভাঙছে মানুষের | বেহাল অর্থনীতি , সাম্প্রদায়িকতা আর এন আর সি ইস্যু তাঁদের নাড়া দিয়েছে | বিজেপির কর্মী সমর্থকরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেন | বিজেপি নেতাদের বোঝা উচিত এটা গেরুয়া মাটি নয় | এটা সাম্প্রদায়িকতার মাটি নয় | এটা সন্ত্রাসবাদের মাটি নয় | এটা সকলকে নিয়ে মিলেমিশে চলার উন্নয়নের মাটি |

শনিবার সভায় ভিড় ছিল ভালো | এদিন একে একে বিজেপি কর্মী কার্তিক সিং , নান্টু হাঁসদা , সঞ্জয় গাঁতাইত , কিশোর রানা , শেখ জামিলদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী | তৃণমূলে যোগ দেওয়া কার্তিক , সঞ্জয় রা জানান , ‘ আমাদের যা যা বলা হয়েছিল বাস্তবে এর কোনো মিল নেই | বিজেপি নেতারা দাম্ভিক | কোনো প্রশ্নের উত্তর দিতে চান না | আমরা সেখানে হাঁফিয়ে উঠেছিলাম | ‘

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর