নিজের গড়েই আক্রান্ত বিজেপি বিধায়ক, অভিযোগের তির তৃণমূলের দিকে

বাংলা হান্ট ডেস্ক : মুকুল রায়ের পর এ বার নিজের দুর্গেই আক্রমণের শিকার বিজেপি বিধায়ক৷ নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হলেন মাদারিহাটেরবিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, রবিবার অর্থাত্ কালীপুজোর দিন মাদারিহাটের ইসলামাবাদ গ্রামে স্থানীয় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হয়েছেন তিনি৷ বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে৷ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে৷tmc bjp fb 1

জানা গিয়েছে রবিবার নিজের বিধানসভা এলাকা ইসলামাবাদ গ্রামে পৌঁছনো মাত্রই কিছু স্থানীয় দুষ্কৃতী মনোজ টিগ্গা গাড়ি ঘিরে কালো পতাকা লাগিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে৷ বিধায়ককে প্রায় দুই ঘণ্টা গ্রামের ভিতরে আটকে বিক্ষোভ দেখিয়েছে দুষ্কৃতীরা৷ যদিও পরে ঘটনার খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ উল্লেখ মাদারিহাটের খয়েরবাড়িতে দীর্ঘদিন ধরেই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিধায়ক মনোজ টিগ্গা৷কয়েক লক্ষ টাকার আর্থিক দুর্নীতি নিয়েও অভিযোগ জানিয়েছিলেন

আর সেই দুর্নীতি নিয়ে তদন্ত করতে রবিবার ইসলামাবাদ গ্রামে পৌঁছনো মাত্রই আক্রান্ত হতে হয় তাকে৷ বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করে ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই এবং অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে জানানো হয়৷ উল্লেখ্য, লোকসভা ভোট পরবর্তী সময় থেকে যেভাবে রাজ্যে তৃণমূল এবং বিজেপি সংঘাত অব্যাহত তাতে একের পর এক পঞ্চায়েত যেমন অন্য দলের হাতে চলে যাচ্ছে ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন জেলায় ঝামেলা চলছে৷

সম্পর্কিত খবর