বগলে কাথা-বালিশ নিয়ে ধরনা দিতে বিধানসভায় পৌঁছালেন বিজেপির বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটক বিধানসভা শুক্রবার সকাল ১১ পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিধানসভায় কুমারস্বামী সরকারের অবিশ্বাস প্রস্তাবে চর্চা হচ্ছিল। বিধানসভা স্থগিত হওয়ার পর বিজেপির বিধায়ক বিক্ষোভ দেখাবে বলে স্থির করেন, আর উনি বিধানসভাতেই থেকে যান। কর্ণাটকের মন্ত্রী এমভি পাতিল আর কংগ্রেস নেতা শিবকুমার বিজেপি বিধায়ককে বোঝানর জন্য বিধানসভায় যান। কুমারস্বামীর সরকারের পতন নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। কংগ্রেস-জেডিএস এর জোট কোনরকম ভাবে সরকারের ভাঙন রুখতে চায়। আরেকদিকে বিধানসভার স্পীকারও সরকার যাতে না ভাঙে, সেই জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরেকদিকে বিজেপির রাজ্য সভাপতি বি.এস ইয়েদুরাপ্পা বলেন, আমরা ১০১ শতাংশ নিশ্চিত। উনি বলেন, জোট সরকারের হাতে বিধায়কের সংখ্যা এখন ১০০ এরও কম। আমাদের কাছে ১০৫ জন বিধায়ক আছেন। এতে কোন সন্দেহ নেই যে, তাঁরা হার হবে। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বুধবার রায় দিয়ে বলেছিল যে, জোট সরকারের বিক্ষুব্ধ ১৫ জন বিধায়কের উপর কোনরকম জোর জবরদস্তি করা যাবেনা। তাঁরা ইচ্ছে করলে বিধানসভার আস্থা ভোটে অংশ নিতেও পারে, আবার নাও পারে।

আরেকদিকে আজ সারাদিন ধরে কর্ণাটক বিধানসভায় আস্থা ভোট নিয়ে চর্চা হয়েছে। কিন্তু সুরাহা কিছুই হয়নি। বিজেপির রাজ্য সভাপতি বি.এস ইয়েদুরাপ্পা আজ রাত ১২ টার মধ্যে ফলাফল ঘোষণা করার দাবি করেছিল। কিন্তু বিধানসভার স্পীকার এই সিদ্ধান্ত কাল পর্যন্ত স্থগিত করে দেন।

 

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর