বন্যায় দেখা মেলেনি, জল কমতেই পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক, তাড়িয়ে দিলেন গ্রামবাসীরা !

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে লাগাতার বৃষ্টি এবং অন্যদিকে ডিভিসির জল ছেড়ে দেওয়া দুয়ে মিলে এখন লাগাতার জল যন্ত্রনায় ভুগছে পশ্চিমবঙ্গ। হাওড়ার উদয়নারায়নপুর থেকে শুরু করে খানাকুল সহ বিভিন্ন এলাকাই এখন জলমগ্ন। একই অবস্থা হলদিয়াতেও। কয়েকদিনের জলযন্ত্রণায় পরিস্থিতি রীতিমতো সঙ্গীন এলাকাবাসীর। এবার এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি (BJP) বিধায়ক তাপসী মন্ডল।

বৃহস্পতিবার হলদিয়ার ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি বিধায়ক তাপসী মন্ডল। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এতদিন পরে আসায় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই ঘটনা বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ঘটিয়েছেন বলে মনে করেন না তাপসী। তিনি বলেন, “এলাকার মানুষেরা আমাকে চান। সেই কারণেই আমি এসেছিলাম। কিন্তু তৃণমূল খবর পেয়ে কিছু লোকজন নিয়ে এসে অশান্তির চেষ্টা করছে।”

তবে বিধায়ক যখন তৃণমূলের (TMC) উপর দোষারোপ করতে ব্যস্ত তখন অবশ্য বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের দাবিটা সম্পূর্ণ অন্য। তারা বলেন, অনেক আশা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা। কিন্তু যে কটা দিন জল যন্ত্রণায় কাটিয়েছেন একদিনও দেখা পাননি বিধায়কের। বরং ত্রান এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতারাই। আর সেই কারণেই বিক্ষোভ দেখেছেন তারা। এতদিন পরে বিধায়ক এসে কি করবেন? সেটাই এখন প্রশ্ন তাদের।

BJP Flag 5

কয়েকদিনের জল যন্ত্রণায় রীতিমতো কাতর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের এলাকাবাসী। বৃষ্টি থেমে গেলেও জল নামতে সময় লেগেছে ঘন্টার পর ঘন্টা। যা নিয়ে এলাকায় যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই ক্ষোভই এবার কিছুটা প্রকাশিত হল তাপসী মন্ডলের উপর। তাপসী মন্ডল অবশ্য শুরু থেকেই বিজেপিতে ছিলেন না। সিপিআইএম থেকে একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর