মমতা ব্যানার্জীর নির্দেশিকার বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ বিজেপির সাংসদ অর্জুন সিং-এর

বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কটের মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হল ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। কিছুদিন আগে নবান্ন (Nabanna) থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে, মোবাইলের মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস। আর এই কারণে রাজ্যের করোনা হাসপাতালে মোবাইল ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে এবার হাইকোর্টে বিজেপি।

গত ২২ এপ্রিল একটি নির্দেশিকা জারি করে হাসপাতালে মোবাইল ব্যাবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে অর্জুন সিং। বিজেপির এই সাংসদের দাবি হল, অবিলম্বে এই নির্দেশিকা বাতিল করে হাসপাতালে মোবাইল ব্যাবহারের অনুমতি দিতে হবে।

উনি জানান, এই নির্দেশিকা মহামারী আইন বিরোধী। এছাড়াও তিনি রাজ্যের করোনা হাসপাতাল গুলোতে অনিয়মের অভিযোগ এনেছেন। বিজেপির সাংসদের দায়ের এই অভিযোগে আগামী সপ্তাহে শুনানি হওয়া সম্ভাবনা আছে। আপনাদের জানিয়ে দিই, বিগত কয়েকদিনে রাজ্যের কয়েকটি হাসপাতালের বেহাল দশার ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির নেতা এবং সাংসদের ওই ভিডিওকে হাতিয়ার করে রাজ্য সরকারকে বিঁধেছে। এরপরই মমতা ব্যানার্জী রাজ্যের করোনা হাসপাতালে মোবাইল ব্যাবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন।

রাজ্যে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পার করেছে। গোটা রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা হল ৫৭১। এর মধ্যে ৪৫০ টি মামলা সক্রিয়। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন। এছাড়াও রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮ জনের।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর